মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক হরি মন্দির ও ঘরবাড়িতে তল্লাশি
মাটিরাঙ্গা প্রতিনিধি।। খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলা সদর ইউনিয়নের ১নং ওয়ার্ডের দয়া হেডম্যান পাড়ায় সেনাবাহিনী কর্তৃক ত্রিপুরা সম্প্রদায়ের একটি হরি মন্দির ও ঘরবাড়িতে তল্লাশি চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (৬ জানুয়ারি ২০১৭)।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, ওই দিন দুপুর ১২টায় সেনাবাহিনীর মাটিরাঙ্গা জোনের আওতাধীন ব্যাঙমারা সেনা ক্যাম্প থেকে ২০-২৫ জনের একটি দল সেনা সদস্য হেডম্যান পাড়ায় ঢুকে সন্ত্রাসী খোঁজার নামে প্রথমে বিনা অনুমতিতে এলাকার সার্বজনীন হরি মন্দিরে পায়ের জুতাসহ প্রবেশ করে তল্লাশি করে। পরে সেনারা সেখানে অবৈধ কোন কিছু না পেয়ে পার্শ্ববর্তী রেনু বালা ত্রিপুরা (৩৫) স্বামী মৃত- পটেন কুমার ত্রিপুরা; রজেন্দ্র ত্রিপরা(৪০) পীং- অজ্ঞাত; নীর মোহন ত্রিপুরা(৪০) ও প্রহরি ত্রিপুরা, স্বামী- পতি রঞ্জন ত্রিপুরা-এই চার গ্রামবাসীর বাড়িতে তল্লাশি চালায়। তবে তল্লাশির পরও অবৈধ কোন কিছু না পেয়ে পরে সেনারা ক্যাম্পে ফিরে যায় এলাকাবাসী জানান।
এদিকে, একই দিন বিকাল ৪টায় গোমতি ইউনিয়নের টাকার মনি পাড়ায় মাটিরাঙ্গা জোনের এক দল সেনা সদস্য গিয়ে পাড়ার বড় মিয়া দোকানের পাশে বাজার থেকে আসা ৩০-৪০জনের মত পাহাড়ি-বাঙালিকে রাস্তায় আটকিয়ে মোবাইল জমা নিয়ে বাজারের ব্যাগ তল্লাশি ও বিভিন্ন অমানবিক আচরণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। পরে তাদের কাছে অবৈধ কোন কিছু না পেয়ে মোবইল ফেরত দিয়ে তাদেরকে ছেড়ে দেয়।
অপর দিকে বিকাল সাড়ে ৫ টা দিকে একই এলাকায় পুংসা ত্রিপুরা (৪০) কার্বারী পিতা হৃদয় ভূষণ ত্রিপুরা’র বাড়িতে সেনাবাহিনী তল্লাশি করেছে বলে জানা গেছে।
————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।