মিঠুন চাকমার খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচার করতে হবে

0
4

ঢাকা : মিঠুন চাকমার খুনীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়ে লেখক, সাংবাদিক, শিক্ষক, কবি, সাংস্কৃতিক কর্মী ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এক যৌথ বিবৃতি প্রদান করেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্টের কেন্দ্রীয় নেতা, জাতীয় মুক্তি কাউন্সিলের কেন্দ্রীয় সংগঠক, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ নেতা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম সাবেক সভাপতি, বিশিষ্ট লেখক মিঠুন চাকমাকে গত ৩রা জানুয়ারি বেলা ১২টায় খাগড়াছড়ি শহরে বাড়ির সম্মুখ থেকে তুলে নিয়ে গিয়ে একদল দুর্বৃত্ত গুলি করে হত্যা করেছে। মৃদুভাষী, অমায়িক মিঠুন চাকমাকে হত্যা করার এই নৃশংস ঘটনায় খাগড়াছড়ি জেলাসহ সমগ্র পার্বত্য চট্টগ্রামের জনগণ, দেশের প্রগতিশীল রাজনৈতিক ও চিন্তাশীল মহল স্তম্ভিত ও হতবাক। আরও আশ্চর্যজনক ব্যাপার যে, ৫ই জানুয়ারি দূরদূরান্ত থেকে আসা শোকাভিভূত পাহাড়ি জনগণকে মিঠুন চাকমার দাহক্রিয়ায় অংশ নিতে সেনাসদস্য ও পুলিশের বাধা দান।

এতে বলা হয়, আমরা মিঠুন চাকমা হত্যার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে মিঠুন চাকমার খুনীদের গ্রেফতার ও বিচারের জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে মিঠুন চাকমার দাহক্রিয়ায় জনগণকে অংশ নিতে বাধা দেয়ার ঘটনার তদন্ত ও শাস্তির দাবি জানাচ্ছি।

যৌথ বিবৃতিতে সম্মতিদানকারী ব্যক্তিবর্গ হলেন- বদরুদ্দীন উমর (সভাপতি, জাতীয় মুক্তি কাউন্সিল), ড. সিরাজুল ইসলাম চৌধুরী (এমিরেটাস অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়), অধ্যাপক আকমল হোসেন (সাধারণ সম্পাদক, ফ্যাসিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী জাতীয় কমিটি), প্রসিত বিকাশ খীসা (সভাপতি, ইউপিডিএফ), আনু মুহাম্মদ (সদস্য সচিব, জাতীয় স্বার্থে তেল গ্যাস বিদ্যু বন্দর রক্ষা জাতীয় কমিটি), এস.সি. আলবার্ট সরেন (সভাপতি, জাতিসত্তা মুক্তি সংগ্রাম পরিষদ), ড. সি.আর আবরার (অধ্যাপক, আন্তর্জাতিক সম্পর্ক, ঢাকা বিশ্ববিদ্যালয়), ফয়জুল হাকিম (সম্পাদক, জাতীয় মুক্তি কাউন্সিল), জাফর হোসেন (সভাপতি, নয়াগণতান্ত্রিক গণমোর্চা), মাসুদ খান (সভাপতি, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চ), মজিবর রহমান, হাসিবুর রহমান (সভাপতি, বাঙলাদেশ লেখক শিবির), সাধারণ সম্পাদক, বাংলাদেশ কৃষক ও গ্রামীণ মজুর ফেডারেশন, ডা. আব্দুল হাকিম (সাধারণ সম্পাদক, বাংলাদেশের সাম্যবাদী দল (মা-লে-মা)), আমীর আব্বাস (সাধারণ সম্পাদক, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন ফেডারেশন), অংগ্য মার্মা (সভাপতি, গণতান্ত্রিক যুব ফোরাম), বিনয়ন চাকমা (সভাপতি, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ), নিরূপা চাকমা (সভানেত্রী, হিল উইমেন্স ফেডারেশন), পারভেজ লেলিন (সভাপতি, বাংলাদেশ ছাত্র ফেডারেশন), হাসান ফকরী (সাংস্কৃতিক ব্যক্তিত্ব), সৈয়দ আবুল কালাম (প্রাবন্ধিক), আলতাফ পারভেজ (লেখক), ওমর তারেক চৌধুরী (লেখক), এ্যাডভোকেট উপল বিশ্বাস (সম্পাদক, গণমুক্তি পত্রিকা), রবীন আহসান (ছড়াকার ও প্রকাশক), আবদুল কাইউম খোকন (নাট্যকার), আবদুর রহমান খান (সাংবাদিক), রকিব পারভেজ (কবি ও গল্পকার), মুঈনুদ্দীন আহমেদ (মাসিক সংস্কৃতি)। প্রেস বিজ্ঞপ্তি।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.