ইউপিডিএফ নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রামগড়ে পিসিপি ও যুব ফোরামের বিক্ষোভ

0
30

রামগড় : মন্টি দয়াসোনা চাকমার অপহরণকারী সন্ত্রাসী তপন জ্যোতি চাকমা বর্মা ও গডফাডার শক্তিমান চাকমা হত্যাকান্ডে হীন রাজনৈতিক স্বার্থ হাসিলের লক্ষ্যে ইউপিডিএফ সভাপতি প্রসিত বিকাশ খীসা ও অন্যান্য নেতাকর্মী-সমর্থকদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রতিবাদে ও অনতিবিলম্বে মামলা প্রত্যাহারের দাবিতে খাগড়াছড়ির রামগড়ে  বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম রামগড় উপজেলা শাখা।

আজ শুক্রবার (১১ মে ২০১৮) সকাল সাড়ে ১১টায় মিছিলটি রামগড় উপজেলা সদরের যৌথখামার যাত্রী ছাউনী থেকে শুরু হয়ে যৌথখামার বাজার প্রদক্ষিণ করে আবার একই স্থানে গিয়ে এক প্রতিবাদ  সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর রামগড় উপজেলার সংগঠক পরম বিকাশ ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুমন ত্রিপুরা, পিসিপি রামগড় উপজেলা শাখার সদস্য লিটন চাকমা প্রমুখ।

বক্তারা অভিযোগ করে বলেন, বর্তমান ক্ষমতাসীন সরকার ও সেনাবাহিনী নব্য মুখোশ বাহিনীর মতো সন্ত্রাসী-খুনিদের মদদ দিয়ে পার্বত্য চট্টগ্রামে অরাজকতা- ত্রাস সৃষ্টি করছে। মুক্তিকামী নিপীড়িত মানুষের সংগঠন ইউপিডিএফ তথা জনগণের ন্যায্য আন্দোলনকে ধ্বংস করার জন্য একের পর এক ষড়যন্ত্র করে যাচ্ছে। এই ষড়যন্ত্র অংশ হিসেবে নান্যাচরে বর্মা ও শক্তিমানের মৃত্যুর ঘটনাকে পুঁজি করে ইউপিডিএফ-এর সভাপতি প্রসিত বিকাশ খীসাসহ অন্যান্য নেতাকর্মী ও সমর্থকদের নামে মামলা দায়ের করা হয়েছে।

বক্তারা ইউপিডিএফ-এর নেতাকর্মী ও সমর্থকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার না করলে পার্বত্য চট্টগ্রামে শোষিত ও নিপীড়িত মানুষকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী উচ্চারণ করেন ।

সমাবেশ থেকে বক্তারা পার্বত্য চট্টগ্রামে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জারিকৃত দমনমূলক অগণতান্ত্রীক ১১ নির্দেশনা বাতিল করে সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতসহ অবিলম্বে সকল মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.