ঢাকা : রাজধানীর গুলশান থানার কালাচাঁদপুরে গতকাল মঙ্গলবার রাতে নিজ বাসায় গারো সম্প্রদায়ের দুই নারীকে খুন করা হয়েছে। নিহতরা হলেন সুজাত চিয়ান (৪০) এবং বেশথ চিয়ান (৬৫)। তাঁরা সম্পর্কে মা-মেয়ে বলে জানা গেছে।
নিহতদের গ্রামের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাটে।
সুজাত তাঁর মা, তিন মেয়ে-মায়াবি, মাধবী ও সুরভী এবং স্বামী হাশিস মানচিনসহ (ক) ৫৮/২ কালাচাঁদপুরের ছয়তলা বাড়ির চতুর্থ তলায় থাকতেন।
ঘটনার খবর পেয়ে রাতে গুলশান থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।
——————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।