রাণী ইয়েন ইয়েনকে লাঞ্ছিত করার প্রতিবাদে কাউখালীতে তিন সংগঠনের বিক্ষোভ

0
12

কাউখালী(রাঙামাটি) : সেনা-পুলিশ কর্তৃক চাকমা সার্কেলের রাণী ইয়েন ইয়েনকে লাঞ্ছিত ও বিলাইছড়িতে ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার দুই মারমা বোনকে রাঙামাটি হাসপাতাল থেকে অপহরণের প্রতিবাদে রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।

আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় বেতবুনিয়া উচ্চ বিদ্যালয় মাঠ হতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেতবুনিয়া বাজারে ইউপি কার্যালয়ে সামনে গিয়ে সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশনের কাউখালী শাখার সহসভাপতি মিতালী চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের কাউখালী থানা শাখার সভাপতি অংচিং মারমা প্রমুখ।

বক্তারা রাণী ইয়েন ইয়েনকে লাঞ্ছিত করার ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে দীর্ঘকাল ধরে খুন-গুম, ধর্ষণসহ নানা ধরনের নির্যাতন চালানো হচ্ছে। প্রতিটি ঘটনার পিছনে সেনাবাহিনী জড়িত থাকার প্রমাণ রয়েছে। রাঙামাটি হাসপাতাল থেকে ধর্ষিত দুই মারমা বোনকে রাতের আঁধারে জোরজবরদস্তি করে তুলে নেয়া, রাণী ইয়েন ইয়েন ও তার এক নারী সহযোগীকে লাঞ্ছিত করার মাধ্যমেই উক্ত ধর্ষণের ঘটনায় সেনাবাহিনীর সম্পৃক্ততা প্রমাণিত হয়েছে। সেনাবাহিনীর এমন কর্মকাণ্ড পাকিস্তানি হানাদার বাহিনীকেও হার মানিয়েছে।

বক্তরা হুঁশিয়ারী দিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে এযাবতকালে সেনাবাহিনী কর্তৃক সংঘটিত ঘটনাগুলো বিচারের আওতায় না আনলে এর জন্য সৃষ্ট সকল পরিস্থিতির জন্য সরকার দায়ী থাকবে।

সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে চাকমা রাণী ইয়েন ইয়েনকে লাঞ্ছিত ও হাসপাতাল থেকে দুই মারমা বোনকে অপহরণের সাথে জড়িত সেনা-পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একইসাথে তারা খাগড়াছড়িতে সেনা-সৃষ্ট নব্য মুখোশ বাহিনী কর্তৃক ইউপিডিএফ সদস্য হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.