রামগড় : খাগড়াছড়ির রামগড়ে গণতান্ত্রিক যুব ফোরামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্থানে লাগানো পোস্টার ছিঁড়ে দিয়েছে বিজিবি।
আজ রবিবার (১ এপ্রিল ২০১৮) সকাল ১১টায় ৪৩ বিজিবি ব্যাটালিয়নের টুআইসি মোঃ জাহিদ এর নেতৃত্বে একদল বিজিবি সদস্য রামগড় উপজেলা সদর, সোনাইআগা, যৌথ খামার এলাকাসহ বিভিন্ন স্থানে লাগানো পোস্টারগুলো ছিঁড়ে দেয়।
উল্লেখ্য, আগামী ৫ এপ্রিল গণতান্ত্রিক যুব ফোরামের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে সংগঠনটি উক্ত পোস্টারটি প্রকাশ করে। পোস্টারে শাসকচক্রের লেজুড়, দালাল-প্রতিক্রিয়াশীলদের বাড়াবাড়ি ও ভাড়াটে গুণ্ডাদের খুন-অপহরণ-গুণ্ডামি বরদাস্ত না করার আহ্বান জানায় সংগঠনটি।
——————-
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।