লংগদু : রাঙামাটির লংগদুতে এক প্রতিবন্ধী পাহাড়ি কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (৪ আগস্ট ২০১৮) দুপুর ১২টার দিকে উপজেলার ভাসন্যা আদাম ইউনিয়নের চাইল্যাতলী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় শওকত (১৩) নামে এক কিশোরকে আটক করে বিজিবি’র মাধ্যমে পুলিশে দিয়েছে গ্রামবাসীরা।
স্থানীয় ও অনলাইন সূত্রে জানা যায়, ঘটনার সময় কিশোরীর পিতা কৃষি কাজের জন্য বাইরে ছিলেন। আর মা রান্নার কাজ শেষে এক কাজে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন। এ সুযোগে একা পেয়ে শওকত কিশোরীকে ধর্ষণ করে।
ঘটনাটি দূর থেকে এক প্রতিবেশী দেখলে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় শওকতকে আটক করা হয়। পরে বিজিবির কাছে হস্তান্তর করলে বিজিবি শওকতকে লংগদু থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক শওকত চাইল্যাতলী গ্রামের মোঃ ইদ্রিসের ছেলে।
এ ঘটনায় আজ রবিবার লংগদু থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
ধর্ষণের শিকার কিশোরীকে চিকিৎসার জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
—————–
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।