
রাঙামাটি ।। রাঙামাটির লংগদু উপজেলার মধ্য হাড়িকাটা এলাকা থেকে সেনাবাহিনী কর্তৃক কমল ধন চাকমা ওরফে চূড়ান্ত (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
গতকাল রবিবার (৫ সেপ্টেম্বর ২০২১) রাতে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল তাকে আটক করে বলে জানা যায়।
আটক ব্যক্তি ইউপিডিএফের সাবেক কর্মী বলে জানা গেছে। তার পিতার নাম সুরেশ চাকমা।
জানা যায়, গতকাল রাত সাড়ে ৮টার সময় সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল কমল ধন চাকমাকে নিজেদের নিয়ে আসা ‘অস্ত্র গুজে’ দিয়ে আটক করে নিয়ে যায়। আটকের পর তাকে থানায় হস্তান্তর করে মিথ্যাভাবে অস্ত্র আইনে মামলা দিয়ে আজ সোমবার (৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন