বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ০৪ মার্চ ২০২৩

লামা সরই ভূমি রক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক রংধজন ত্রিপুরা আজ শনিবার ৪ মার্চ ২০২৩ এক বিবৃতিতে অভিযোগ করে বলেছেন, ভূমি বেদখলে মরিয়া লামা রাবার ইন্ডাস্ট্রিজ ৪০০ একর জমি রক্ষার আন্দোলনে বিভাজন সৃষ্টির হীন ষড়যন্ত্র চালাচ্ছে।
তিনি অবিলম্বে এই ষড়যন্ত্র বন্ধ করে রেংয়েন পাড়া, লাংকম পাড়া ও জয়চন্দ্র পাড়াবাসীদের বংশপরম্পরায় ভোগদখল করে আসা জুমভূমি থেকে হাত গুটানোর জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজকে পরামর্শ দিয়েছেন।
প্রতি পরিবারকে ৫ একর জমি দেয়ার কোম্পানির প্রস্তাবকে প্রত্যাখ্যান করে রংধজন ত্রিপুরা বলেন, কোন ধরনের চক্রান্ত ও জোরজুলুম করে ম্রো ও ত্রিপুরাদের ন্যায়সঙ্গত ভূমি রক্ষার আন্দোলন থেকে বিচ্যুত করা যাবে না।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন