দীঘিনালা প্রতিনিধি : ‘রাস্তাঘাট-ক্ষেতখামার, শিক্ষা প্রতিষ্ঠান সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত কর, বিলাইছড়িতে দুই মারমা তরুণী ধর্ষণ ও যৌন হয়রানিতে জড়িত সেনা জওয়ানদের সাঁজা দাও’ এই দাবিতে আন্তর্জাতিক নারী দিবসে খাগড়াছড়ির দীঘিনালায় নারী নির্যাতন বিরোধী মানববন্ধন-সমাবেশ করেছে হিল উইমেন্স ফেডারেশন ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
“মা বোনের ইজ্জ্ত লুণ্ঠন ও শিশুর যৌন হয়রানি প্রতিরোধে এগিয়ে এসো, রুখে দাঁড়াও” এই আহ্বানে আজ ৮ মার্চ ২০১৮ সকাল ৯টায় বানছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে হিল উইমেন্স ফেডারেশন দীঘিনালা শাখার আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হিল উইমেন্স ফেডারেশন এর দীঘিনালা উপজেলা শাখার অর্থ সম্পাদক জুই চাকমা, হিল উইমেন্স ফেডারেশন খাগড়াছড়ি জেলা শাখা সহ-সাধারন সম্পাদক অবনিকা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের দীঘিনালা সহ সভাপতি রিটেন চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি) দীঘিনালা উপজেলা সভাপতি নিকেল চাকমা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে সেনা নিপীড়ন নতুন কোনো ঘটনা নয় উল্লেখ করে বলেন, ১৯৯৬ সালে হিল উইমেন্স ফেডারেশন এর নেত্রী কল্পনা চাকমাকে অপহরণ করা হয়েছিল লেঃফেরদৌসের নেতৃত্বে। কিন্তু সরকার এ অপহরণ ঘটনার বিচার এখনো করেনি । স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অগণতান্ত্রিক ১১ দফা নির্দেশনা জারির ফলে পার্বত্য চট্টগ্রামে ব্যাপক হারে নিপীড়ন-নির্যাতন, খুন, গুম, ভূমি বেদখল, নারী ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাচ্ছে। পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীরা রাস্তাঘাটে, ক্ষেতখামারে, শিক্ষা প্রতিষ্ঠানে, অফিস আদালতে কোথাও নিরাপদে নেই। গত ২২ জানুয়ারি রাঙামাটি বিলাইছড়িতে ফারুয়া ক্যাম্পের সেনা জাওয়ান কর্তৃক দুই মারমা তরুণী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। দুই মারমা তরুণী ধর্ষনের ঘটনা প্রতিবাদ করতে গিয়ে চাকমা রাণী ইয়েন ইয়েনকে সাদাপোশাকধারী সেনা গোয়েন্দারা শারীরিভাবে লাঞ্ছিত করেছে এবং দুই মারমা তরুণীকে জোরপূর্বক রাতের আধারে অপহরণ করেছে।
বক্তারা বিলাইছড়ির দুই মারমা বোনের যৌন নিপীড়নকারী সেনা জওয়ানদের সাজা প্রদান, কল্পনা চাকমার অপহরণকারী, সোহাগি জাহান তনু, সবিতা চাকমা, থুইম্রাচিং মারমা, উম্রাচিং মারমার ধর্ষকদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং পার্বত্য চট্টগ্রামসহ সারাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান
এদিকে শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বত্র নারীর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়ে স্ব স্ব বিদ্যালয়ের সামনে ব্যানার সহকারে নারী নির্যাতন বিরোধী মানববন্ধন করেছে বানছড়া উচ্চ বিদ্যালয় ও বড়াদম উচ্চ বিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
—————
সিএইচটিনিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্রউল্লেখপূর্বক ব্যবহার করুন।