সাজেকের মাজলঙে চার সংগঠনের যৌথ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত

সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৫ অক্টোবর ২০২৫
“আসুন, সকল অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে আওয়াজ তুলি, জাতীয় অস্তিত্ব রক্ষার একমাত্র গ্যারান্টি পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের সংগ্রামে সামিল হই” এই শ্লোগানে সাজেকের মাজলঙে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের মাজলং শাখাসমূহের যৌথ কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৫ অক্টোবর ২০২৫) মাজলঙের থালকুম্ভ এলাকায় সকাল ১০.৩০টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়ে বিকাল সাড়ে ৪টায় শেষ হয়। এতে এলাকার শতাধিক ছাত্র, যুব ও নারী প্রতিনিধি, শুভাকাঙ্ক্ষী ও কাউন্সিলর উপস্থিত ছিলেন।
সম্মেলনে হিল উইমেন্স ফেডারেনের বাঘাইছড়ি উপজেলা সভাপতি সুখী চাকমার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সীমা চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রণ্ট (ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সদস্য সচিব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সহসাংগঠনিক সম্পাদক সমর চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সাজেক থানা শাখার সাধারণ সম্পাদক গৌরিকা চাকমা, পিসিপির বাঘাইছড়ি উপজেলা সভাপতি জ্যোতি চাকমা।
সম্মেলন শুরুতে বীর শহীদদের উদ্দেশ্যে সবাই দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।

সম্মেলনে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের ওপর স্বাধীনতার পর থেকে শাসক-শোষক সরকারসমূহের নির্দেশে সেনা-সেটলার কর্তৃক খুন, গুম, ধর্ষণ, হামলা, অগ্নিসংযোগ, জমি বেদখল, ধরপাকড়, জেল-জুলুম ইত্যাদি নির্মমতা চলে আসছে। অতি সম্প্রতি গত ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা হামলা, হত্যা ও অগ্নিসংযোগের ঘটনা তার জলন্ত উদাহরণ। এই নিপীড়ন থেকে মুক্তির একমাত্র পথ বৃহত্তর জাতীয় ঐক্যের ভিত্তিতে তীব্র গণআন্দোলন গড়ে তোলা। মুক্তির একমাত্র গ্যারান্টি পূর্ণ স্বায়ত্তশাসন। এ লড়াইয়ে আসল ভূমিকা রখতে হবে পাহাড়ি ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন, গণতান্ত্রিক যুব ফোরাম ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘকে। এজন্য এ চার গণতান্ত্রিক সংগঠনে যোগ দিতে সাহসী, ত্যাগী ও অধিকার আকাঙ্ক্ষী ছাত্র-যুব-নারী সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
পরে অর্কিজ চাকমাকে সভাপতি ও পূর্ণ জ্যোতি চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদের কমিটি; পাইসুটি ত্রিপুরাকে সভাপতি ও ঝর্ণা চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট হিল উইমেন্স ফেডারেশন কমিটি; অজন চাকমাকে সভাপতি ও নিতু চাকমাকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরাম কমিটি এবং চিরিঙি চাকমা সভাপতি ও মায়া চাকমাকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্য বিশিষ্ট পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের মাজলং শাখা কমিটি গঠঁন করা হয়।
নতুন কমিটির সদস্যদরকে ফুলের তোড়া প্রদানের মাধ্যমে বরণ করা হয়।
নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান যথাক্রমে সমর চাকমা, জ্যোতি চাকমা ও সুখী চাকমা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।