সাজেক, রাঙামাটি ।। রাঙামাটির সাজেকের উজো বাজার এলাকায় মো. খোকন নামে এক সেটলার যুবকের প্রেমের ফাঁদে পড়ে সম্ভ্রম হারাতে বসেছিল এক পাহাড়ি কিশোরী। পরে এলাকাবাসী মো. খোকনকে ধরে ফেলে কিশোরীকে উদ্ধার করতে সক্ষম হয়।
ঘটনাটি ঘটে গতকাল শুক্রবার (২০ নভেম্বর ২০২০) বিকালে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘাইছড়ির বঙ্গলতলী ইউনিয়নের করেঙাতলী বাজারের দোকানদার মো. খোকন (পিতার নাম মো. নূর আলম) কয়েকদিন আগে নানা প্রলোভন দেখিয়ে উজো বাজার এলাকার ওই পাহাড়ি কিশোরীকে প্রেমের ফাঁদে জড়িয়ে ফেলে।
গতকাল বিকাল ৩টার দিকে মো. খোকন ওই কিশোরীকে উজো বাজারের পুলিশ চেকপোষ্টের পার্শ্ববর্তী একটি নির্জন স্থানে ডেকে নেয় এবং কিশোরীর সাথে অপকর্ম করার চেষ্টা চালায়। পরে ঘটনা জানতে পেরে স্থানীয় যুব সমাজসহ এলাকাবাসী সেখান থেকে খোকনকে হাতেনাতে ধরে ফেলে এবং কিশোরীকে উদ্ধার করে।
এরপর আটক মো. খোকনকে বঙ্গলতলি ইউপি চেয়ারম্যান জ্ঞান জ্যোতি চাকমা (জ্ঞান কার্বারি)-এর কাছে এবং কিশোরীকে স্থানীয় সমাজের মুরুব্বীদের হেফাজতে দেওয়া হয়।
এ ঘটনা নিয়ে আজ শনিবার (২১ নভেম্বর) একটি সালিশ বৈঠক হওয়ার কথা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সালিশের বিষয়ে বিস্তারিত জানা যায়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত/প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।