সেই তোফাইল আহমদ আবারো নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত

0
8

বান্দরবান প্রতিনিধি, সিএইচটিনিউজ.কম
Tofail Ahomed, Nikonchari copyকক্সবাজারের রামুতে বৌদ্ধ মন্দির ও বৌদ্ধ পল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় অভিযুক্ত বর্তমানে কারাবন্দী সেই তোফাইল আহমদ আবারো বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানে তিনি চট্টগ্রাম কারাগারে বন্দী অবস্থায় রয়েছেন।

আজ ২৩ মার্চ অনুষ্ঠিত নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে মোট চব্বিশটি কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে নাগরিক কমিটির ব্যানারে(জামায়াত সমর্থিত) প্রার্থী তোফাইল আহমদ মোটর সাইকেল প্রতীক নিয়ে ১৩ হাজার ১শ’ ৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মোহাম্মদ শফিউল্লাহ আনারস প্রতীক পেয়েছেন ৯ হাজার ৬৫ ভোট।

সহকারি রিটার্নিং অফিসার আহমেদ জামিল এই ফলাফল ঘোষণা করেন।

উল্লেখ্য, ২০১২ সালের ২৯ সেপ্টেম্বর রামুতে বৌদ্ধপল্লী ও বৌদ্ধ বিহারে হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে গত বছর ২৮ নভেম্বর পুলিশ নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান তোফাইল আহমদকে গ্রেফতার করে।

 

 

 

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.