আটক পিসিপি নেতার মুক্তির দাবিতে বাঘাছড়িতে যুব ফোরামের বিক্ষোভ

বাঘাইছড়ি প্রতিনিধি ।। সাজেকে আটক পিসিপি নেতা রুপায়ন চাকমার নিঃশর্ত মুক্তির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১৬ জুন ২০২১) দুপুরে অনুষ্ঠিত সমাবেশে সুজন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলার সভাপতি রত্ন জ্যোতি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সদস্য সুমন চাকমা।
বক্তারা অভিযোগ করে বলেন, সিন্দুকছড়ির পক্ষীমুড়োতে ভূমি বেদখলের বিরুদ্ধে গতকাল সাজেকের মাচলঙের আয়োজিত সমাবেশ থেকে পিসিপি নেতা রুপায়ন চাকমাকে অন্যায়ভাবে আটক করা হয়েছে। সেনারা তাকে শুধু আটক করেই ক্ষান্ত হয়নি, তার উপর শারীরিক নির্যাতন চালিয়েছে, তাকে ক্যাম্পে নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদের নামে হয়রানি ও মিথ্যা মামলা দিয়ে পুলিশের হাতে তুলে দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

বক্তারা অবিলম্বে পিসিপি নেতা রুপায়ন চাকমাকে মুক্তি ও পার্বত্য চট্টগ্রামে অন্যায় ধরপাকড়, ভূমি বেদখল ও দমন-পীড়ন বন্ধের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।