ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের অপসারণ না করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেন জনপ্রতিনিধিরা।
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ২১ অক্টোবর ২০২৪
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ না করার দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন কর্মসূচি পালন ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার (২০ অক্টোবর ২০২৪) দুপুরে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ এসোসিয়েশন জেলা শাখার আয়োজনে খাগড়াছড়ি শহরের শাপলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের জেলা শাখার সভাপতি লক্ষ্মীছড়ি ইউপি চেয়ারম্যান প্রবীল কুমার চাকমা।
এতে আরও বক্তব্য রাখেন বোয়ালখালী ইউপি চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমা, কমলছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল চাকমা, ভাইবোনছড়া ইউপি চেয়ারম্যান সুজন চাকমা, বাবুছড়া ইউপি চেয়ারম্যান গগন বিকাশ চাকমা, গুমতি ইউপি সদস্য মো. বাবুল ও মহিলা ইউপি সদস্য মেরিনা চাকমা প্রমুখ।

জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি প্রদান করছেন জনপ্রতিনিধিরা
বক্তারা বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা পার্বত্য এলাকায় শান্তি-শৃঙ্খলা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
তারা বলেন, ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিরা সরকারের সাথে রাষ্ট্র সংস্কারের সহযোগী হতে চায়। তৃণমূলের প্রতিনিধিত্ব করা জনপ্রতিনিধিদের বাদ দেয়া হলে সরকার ও জনগণের মধ্যে কোন সম্পর্ক স্থাপনকারী মাধ্যম থাকবে না।
এ অবস্থায় নির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের অপসারণ করা হলে পাহাড়ের তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা অবনতি হতে পারে বলেও বক্তারা আশঙ্কা প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-সদস্যদের পূর্ণ মেয়াদে দায়িত্ব পালনের সুযোগ দেয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন খাগড়াছড়ি জেলার ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিরা।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।