ইউপিডিএফের ফেসবুক পেজ উদ্ধার
সিএইচটি নিউজ, ২০ জানুয়ারি ২০২৩

হ্যাকিংয়ের শিকার হওয়া ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর অফিসিয়াল ফেসবুক পেজ “United Peoples Democratic Front-UPDF” ফিরে পাওয়া গেছে বলে জানিয়েছেন দলটির প্রচার ও প্রকাশনা বিভাগে দায়িত্বরত নিরন চাকমা।
তিনি জানান, গত ১৪ জানুয়ারি ২০২৩ বিকাল ৫টার সময় ইউপিডিএফ’র অফিসিয়াল ফেসবুক পেজটি হ্যাকিংয়ের শিকার হয়। পরে পেজটি ফিরে পাওয়ার জন্য ফেসবুক কর্তৃপক্ষের কাছে আবেদন করার পর যাচাই-বাছাই সাপেক্ষে ফেসবুক কর্তৃপক্ষ তা ফিরিয়ে দেন।
ইউপিডিএফ’র অফিসিয়াল পেজটি ফিরিয়ে দেওয়ায় নিরন চাকমা ফেসবুক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন