খাগড়াছড়িতে শহীদ ক্যজয় মারমার স্মরণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পিসিপি’র

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৩১ মার্চ ২০২৫
খাগড়াছড়িতে শহীদ ক্যজয় মারমার স্মরণে তাঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর খাগড়াছড়ি জেলা শাখা।
আজ সোমবার (৩১ মার্চ ২০২৫) সকাল ১০টায় খাগড়াছড়ি সদর এলাকায় পিসিপি’র নেতৃবৃন্দ শহীদ ক্যজয় মারমা’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
পুষ্পস্তবক অর্পণ শেষে উপস্থিত সকলে শহীদ ক্যজয় মারমাসহ অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে আত্মবলিদানকারী সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

এরপর পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সহ-সভাপতি অনিমেষ চাকমার সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানটি শেষ হয়।
অনিমেষ চাকমা বলেন, ১৯৯৬ সালের আজকের এই দিনে অন্যায় ধরপাকড়ের বিরুদ্ধে ন্যায়সঙ্গতভাবে গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বীরত্বের সাথে শহীদ হয়েছেন ক্যজয় মারমা। অন্যায়ভাবে আটক চাথোয়াই মারমা’র মুক্তির দাবিতে সড়ক অবরোধ কর্মসূচির প্রচারণা করতে গেলে এপি ব্যাটেলিয়নের সদস্যদের গুলিতে তিনি শহীদ হন। সেদিন শহীদ হওয়ার আগ মুহুর্তে তিনি “স্বায়ত্তশাসনের জন্য রক্তের প্রয়োজন, আমি দিয়ে গেলাম, জয় আমাদের অনিবার্য’ বলে সহকর্মীদের উদ্দেশ্যে যে কথা বলে গেছেন তা আজো আন্দোলনকারীদের পাথেয় হয়ে রয়েছে।
তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে অধিকার আদায়ের ন্যায়সঙ্গত আন্দোলন দমন করতে এদেশের শাসকগোষ্ঠি উদীয়মান বহু নেতা-কর্মীকে হত্যা করেছে। কিন্তু আন্দোলন দমন করা যায়নি। অধিকার আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন চলবে।

অনিমেষ চাকমা বলেন, পাহাড়ে ন্যায়সঙ্গত আন্দোলন ধ্বংস করে দেয়ার জন্য এখনো শাসকগোষ্ঠির নানা ষড়যন্ত্র চলমান রয়েছে। এরই অংশ হিসেবে রাষ্ট্রীয় বাহিনী ও ঠ্যাঙাড়ে সন্ত্রাসীদের দিয়ে এখনো ছাত্র-যুব নেতাদের হত্যা করা হচ্ছে।
তিনি ক্যজয় মারমার ’স্বায়ত্তশাসন’ অধিকারের যে স্বপ্ন তা বাস্তবায়নের জন্য তরুণ প্রজন্ম প্রস্তুত রয়েছে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং এ লড়াইয়ে সামিল হতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।