খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ চলছে
খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ১৫ জানুয়ারি ২০২৩

পার্বত্য চট্টগ্রামে রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে আজ রবিবার (১৫ জানুয়ারি ২০২৩) খাগড়াছড়ি জেলায় ইউপিডিএফের আধাবেলা সড়ক অবরোধ চলছে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ সকাল ৬টা থেকে অবরোধের সমর্থনে পিকেটাররা খাগড়াছড়ি সদর এলাকাসহ বিভিন্ন স্থানে রাস্তায় টায়ার জ্বালিয়ে ও গাছের গুড়ি ফেলে অবরোধ কর্মসূচি পালন করছে।

অবরোধের কারণে খাগড়াছড়ি শহর থেকে দূরপাল্লার গাড়ি ছেড়ে যায়নি। উপজেলাগুলোতেও দূরপাল্লার ও অভ্যন্তরীণ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানা গেছে।
সকাল ৮টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অপ্রীতিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য, জাতীয় মানবাধিকার কমিশনের পার্বত্য চট্টগ্রাম সফর উপলক্ষ্যে রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনীর সন্ত্রাসসহ মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবিতে গত শুক্রবার খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কোয়ারে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশ থেকে ইউপিডিএফ আজকের আধাবেলা সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিল।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন