খাগড়াছড়ির তিন উপজেলায় আগামীকাল সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ
খাগড়াছড়ি প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়ির মাটিরাঙ্গা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র পঙ্কজ ত্রিপুরা(১৮) ও নিপন ত্রিপুরার(১৭) নিঃশর্ত মুক্তি এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে আগামীকাল ১৪ অক্টোবর রবিবার খাগড়াছড়ির তিন উপজেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম। এর আগে গতকাল শুক্রবার গুইমারায় এক সমাবেশ থেকে আটক ছাত্রদের মুক্তি দেয়ার জন্য ২৪ ঘন্টার সময় বেধে দেয়া হয়। কিন্তু তাদের মুক্তি না দেয়ায় এ অবরোধ পালিত হচ্ছে।মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলা সহ খাগড়াছড়ি-ঢাকা এবং খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে এ অবরোধ পালন করা হবে।
পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা ও গণতান্ত্রিক যুব ফোরামের মাটিরাঙ্গা উপজেলা শাখার আহ্বায়ক পঞ্চসেন ত্রিপুরা এক বিবৃতিতে অবরোধ কর্মসূচি সফল করার জন্য সকল যান মালিক সমিতি, শ্রমিক সংগঠন ও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, পুলিশ বিনা কারণে মাটিরাঙ্গা কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্র পঙ্কজ ত্রিপুরা(১৮) ও নিপন ত্রিপুরা(১৭)কে আটক করেছে এবং মিথ্যা মামলা দিয়ে জেল হাজতে পাঠিয়েছে। এ ধরনের অন্যায় কিছুতেই মেনে নেয়া যায় না।
বিবৃতিতে তারা আটককৃতদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান।
উল্লেখ্য, গত ১০ অক্টোবর দুপুর ১২টার সময় মাটিরাঙ্গা উপজেলাধীন বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকা থেকে পুলিশ বিনাকারণে উক্ত দুই কলেজ ছাত্রকে আটক করে এবং তাদেরকে মিথ্যা মামলা দিয়ে মাটিরাঙ্গা থানা থেকে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়।