দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ

দীঘিনালা প্রতিনিধি, সিএইচটি নিউজ ।। খাগড়াছড়ির দীঘিনালায় সেনাবাহিনী কর্তৃক বৌদ্ধ বিহার, ঘরবাড়ি নির্মাণ ও গৃহ নির্মাণ সামগ্রী আনয়নে সেনাবাহিনীর নিষেধাজ্ঞার বিরুদ্ধে প্রতিবাদী যুব সমাজের লাগানো পোস্টার ছিঁড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়, গতকাল শুক্রবার (৩ জুন ২০২২) রাত ১১টার সময় বাবুছড়া সাবেজোনের একদল সেনা সদস্য বাবুছড়া ইউনিয়নের নুঅ বাজার, কিয়াংঘাট, মুড়োপাড়া এলাকায় লাগানো পোস্টারগুলো ছিঁড়ে ফেলে দেয়। এর আগে ২ জুন উক্ত পোস্টারগুলো লাগানো হয়।
পোস্টারগুলোতে “ঘরবাড়ি, বিহার নির্মাণ মেরামতে সেনা নিয়ন্ত্রণ মানিনা; ঘর মেরামতে বাধা কেন, জবাব চাই; গৃহ নির্মাণ সামগ্রী নিতে বাধা দেয়া চলবে না; পাহাড়িদের বিরুদ্ধে বৈষম্য বন্ধ কর ; দীঘিনালায় ভূমি বেদখলের ষড়যন্ত্র বন্ধ কর; দীঘিনালা বাবুছড়ায় জুম্ম উচ্ছেদের ষড়যন্ত্র বন্ধ কর; ইত্যাদি শ্লোগান লেখা রয়েছে।
উল্লেখ্য, গত ২৪ মে ২০২২ দীঘিনালা উপজেলার বাবুছড়া ও দীঘিনালা ইউনিয়নের জনপ্রতিনিধি, হেডম্যান-কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিরা ৫নং বাবুছড়া ইউনিয়ন ও ৪নং দীঘিনালা ইউনিয়নের ১নং ওয়ার্ডে ঘরবাড়ি, বৌদ্ধ বিহার নির্মাণসহ সকল উন্নয়ন কর্মকাণ্ডে সেনাবাহিনী কর্তৃক বাধা প্রদান ও হয়রানি বন্ধের দাবি জানিয়ে খাগড়াছড়ি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি পেশ করেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন