নান্যাচরে ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

0

15726939_704904273002997_1540745826256618101_nনান্যাচর : রাঙামাটির নান্যাচরে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

“শহীদের রক্ত বীজ থেকে জন্ম নেবে হাজারো বিপ্লবী” এই শ্লোগানকে ধারণ করে ইউপিডিএফের নান্যাচর ইউনিটের উদ্যোগে আজ ২৬ ডিসেম্বর, সোমবার সকাল ৯টায় উপজেলার নতুন বড়াদামে শহীদের স্মরণে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে ইউপিডিএফ নেতৃবৃন্দ এবং পাহাড়ি ছাত্র পরিষদ গণতান্ত্রিক যুব ফোরাম, হিল উইমেন্স ফেডারেশন, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের নেতৃবৃন্দ, শহীদ পরিবারবর্গ ও স্থানীয় জনপ্রতিনিধিগণ পুষ্পস্তবক অর্পণ করেন।nannyachar

এরপর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর থানা শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়লাল চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র রাঙামাটি জেলার প্রধান সংগঠক শান্তিদেব চাকমা, নান্যাচর উপজেলা ইউনিটের সংগঠক অটল চাকমা, নান্যাচর সদর ইউপি চেয়ারম্যান জ্যোতিলাল চাকমা, সাবেক চেয়ারম্যান বিনয় কৃষ্ণ খীসা, গেন্দ্যং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শান্তি জীবন চাকমা প্রমুখ।
——————

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More