পানছড়িতে দুর্গাপূজা অনুষ্ঠানের জন্য ইউপিডিএফ’র আর্থিক সহযোগিতা

0

পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৮ অক্টোবর ২০২৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠানের জন্য ১০টি পূজা মন্ডপে আর্থিক সহযোগিতা দিয়েছে ইউপিডিএফ, পানছড়ি ইউনিট।

আজ বুধবার (১৮ অক্টোবর ২০২৩) সকাল ১০টায় আর্থিক সহযোগিতা প্রদানের সময় উপস্থিত ছিলেন ইউপিডিএফের পানছড়ি উপজেলা ইউনিটের সমন্বয়ক আইচুক ত্রিপুরা, ইউপিডিএফ সংগঠক বকুল চাকমা ও জিনেট ত্রিপুরা এবং পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল চাকমা।

এ সময় শান্তিপূর্ণভাবে যাতে পূজা উদযাপন বিষয়ে পূজা মন্ডপে দায়িত্বরত পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়। এতে পূজা উদযাপনে বিভিন্ন সমস্যা তুলে ধরে বক্তব্য রাখেন কিরণ লাল ত্রিপুরা, সভাপতি, কড়োদিয়া ছড়া দুর্গা মন্দির উদযাপন কমিটি; আনন্দ মোহন রোয়াজা, সভাপতি, লোগাং হেডম্যান পাড়া শিবমন্দির দূর্গামন্ডব উদযাপন কমিটি ও রাহুল ত্রিপুরা, সাধারণ সম্পাদক, আদি ত্রিপুরা পাড়া সর্বজনীন কালী মন্দির।

আলোচনায় ইউপিডিএফ নেতা আইচুক ত্রিপুরা বলেন, দেশে প্রতিবছর দুর্গাপূজার সময় অবমাননার গুজব রটিয়ে হিন্দু সম্প্রদায়ের মন্দির, উপাসনালয় ও ঘর-বাড়িতে হামলার ঘটনা ঘটে থাকে। ফলে নির্বিঘ্নে পূজা উদযাপন করা দিন দিন কঠিন হয়ে পড়ছে। সরকার প্রয়োজনীয় নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় ফলে এখন আর সরকারের ওপরও জনগণ আস্থা রাখতে পারছে না। তাই শান্তিপূর্ণভাবে যাতে পূজা উদযাপিত হয় সেজন্য সবাইকে সজাগ, সচেতন ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

তিনি আরো বলেন, ইউপিডিএফ সবসময় হিন্দু, বৌদ্ধ খ্রিস্টানসহ সকল নাগরিকদের নিরাপত্তা দাবি জানিয়ে আসছে। আমাদের পার্টি পার্বত্য চট্টগ্রামে জাতিগত নিপীড়ন, ধর্মীয় আগ্রাসন ও সাম্প্রদায়িক সহিংসতা ও বৈষম্যের বিরুদ্ধে সবসময় সোচ্চার ভূমিকা পালন করে যাচ্ছে।

তিনি গত ২৪ সেপ্টেম্বরের বিজিবি ও এলাকাবাসীর মধ্যেকার সংঘটিত অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৬০০ জনের বিরুদ্ধে বিজিবির দায়ের করা মামলার কারণে মানুষ ভয়-ভীতি ও আতঙ্কের মধ্যে রয়েছে। দুর্গাপূজা উৎসবেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিজিবি ও প্রশাসনের ভয়ে লোকজন পূজায় অংশগ্রহণে ভয় পাচ্ছে।

তিনি জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থেকে সকল পরিস্থিতি মোকাবেলা মাধ্যমে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনের আহ্বান জানান। একই সাথে তিনি জনগণকে অহেতু হয়রানি করা থেকে বিরত থাকার জন্য প্রশাসনের প্রতিও আহ্বান জানান।

আলোচনা শেষে ১০টি পূজা মন্ডপের পূজা উদযাপন কমিটিগুলোকে ৫ হাজার টাকা করে আর্থিক  সহযোগিতা প্রদান করেন ইউপিডিএফ-এর পক্ষে আইচুক ত্রিপুরা ও বকুল চাকমা।

আর পূজা উদযাপন কমিটির পক্ষে সহযোগিতা গ্রহণ করেন কিরণ লাল ত্রিপুরা, সভাপতি, কড়োদিয়া ছড়া সর্বোজনীন দুর্গা মন্দির উদযাপন কমিটি; মিলন কান্তি ত্রিপুরা, সভাপতি, লোগাং বাজার অষ্ঠ মঙ্গলা মন্দির উদযাপন কমিটি; নীলমনি চাকমা, সভাপতি, বাউরা পাড়া দেবালয় মন্দির উদযাপন কমিটি; সোনায়া ত্রিপুরা, সভাপতি, আদি ত্রিপুরা সর্বোজনীন কালী মন্দির; সরোজ দেওয়ান ত্রিপুরা, সভাপতি, বামবু পাড়া দুর্গা মন্দির; জুনি সাহা, সাধারণ সম্পাদক, লোগাং বাজার বিগ্রহ কালী মন্দির; ইন্দ্রজিৎ ত্রিপুরা, সভাপতি, বৈশাক কুমার পাড়া শিব দুর্গা মন্দির উদযাপন কমিটি; আনন্দ মোহন রোয়াজা(সাধু) সভাপতি, লোগাং হ্যাডম্যান পাড়া শিবমন্দির দুর্গামন্দব উদযাপন কমিটি; শ্রীকান্তদেব মানিক, সাঁওতাল পাড়া লোকনাথ মন্দির উদযাপন কমিটি ও জয়দত্ত, কোষাধ্যক্ষ পানছড়ি বাজার দেবালয় মন্দির।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More