পানছড়িতে পিসিপি’র বিক্ষোভ, টিএসএফ’র মানব বন্ধন

0

সিএইচটিনিউজ.কম
PCPTSF picপানছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি মাটিরাঙা উপজেলার তাইন্দং ইউনিয়নের হেডম্যান পাড়ায় ৫ম শ্রেণীতে পড়ুয়া ত্রিপুরা মেয়ের ধর্ষণকারীকে গ্রেফতার ও বিচারের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ সমাবেশ করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা শাখা।

সোমবার দুপুর সাড়ে ১২টায়  পানছড়ি কলেজ গেইট এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা স্কোয়ারে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরাম খাগড়াছড়ি জেলা আহবায়ক কমিটির সদস্য বরুণ চাকমা, গণতান্ত্রিক যুব ফোরাম পানছড়ি উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক বিবর্তন চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদ পানছড়ি উপজেলা শাখার সভাপতি রূপম ত্রিপুরা, সাধারণ সম্পাদক নবদীপ চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের প্রতিনিধি দ্বিতীয়া চাকমা। বক্তারা অবিলম্বে ধর্ষণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান।

এদিকে, একই স্থানে বিকাল ৩টায় মানব বন্ধন করেছে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম (টিএসএফ) পানছড়ি উপজেলা শাখা। মানব বন্ধন শেষে ত্রিপুরা PCPTSFস্টুডেন্ট ফোরাম পানছড়ি উপজেলা শাখার সভাপতি অভিরঞ্জন ত্রিপুরার সভাপতিত্বে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন অমর জ্যোতি ত্রিপুরা।

এ সময় আরো বক্তব্য রাখেন লিমা ত্রিপুরা ও অনন্ত ত্রিপুরা। পানছড়ি ত্রিপুরা কল্যাণ সংসদও একাত্মতা প্রকাশ করে মানব বন্ধনে অংশ নেয়। এতে বক্তব্য প্রদান করেন মনিন্দ্র লাল ত্রিপুরা ও বরেন্দ্র ত্রিপুরা।

বক্তারা ঘটনার সাথে জড়িত ১নং তাইন্দং ইউপির ৭নং ওয়ার্ডের মাইজপাড়া গ্রামের মো: হারুণ মিয়ার ছেলে বাদশা মিয়াকে গ্রেফতারের জোর দাবী জানান।
—————–
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More