পানছড়িতে সংস্কারবাদী জেএসএস-এর এক সদস্যের দল ত্যাগ

0

পানছড়ি:খাগড়াছড়ি পানছড়ি উপজেলায় সংস্কারবাদী জেএসএস-এর এক সদস্য আজ রবিবার (১১নভেম্বর) দুপুরে দল ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে।দল ত্যাগকারী ঝন্টু চাকমা ৪নং লতিবান ইউনিয়ন নবীনচন্দ্র কার্বারী পাড়ার জনৈক গোঁপাল চাকমার ছেলে।

দলত্যাগকারী ঝন্টু চাকমা বলেন, তিনি ৩ বছর পূর্বে সংস্কারবাদী জেএসএস দলে যোগদান করেন এবং দীর্ঘদিন যাবত দীঘিনালা ৮মাইল নামক স্হানে চাঁদা কালেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন।তিনি অনেকটা ক্ষোভের সুরে বলেন, সংস্কারবাদী জেএসএস দলটি পার্বত্য চুক্তি বাস্তবায়ন সহ জাতীয় মুক্তির সংগ্রামে ভুমিকা রাখবে এ আশায় দলে যোগদান করেন। কিন্তু বাস্তবে চুক্তি বাস্তবায়ন কিংবা জাতীয় মুক্তি সংগ্রাম তো দূরের কথা, বরং শাসকগোষ্ঠী সেনাবাহিনীর যোগসাজসে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত জাতীয় মুক্তিকামীদের আন্দোলন বিমূখ করতে দলের সদস্যরা মরিয়া হয়ে কাজ করছে।

তিনি সংস্কারাদী দলে থাকাকালীন সময়ে নিজের অপকর্মের কথা অকপটে স্বীকার করে বলেন, ২০১৭ সালে খাগড়াছড়ি জেলা সদরের লাইফ কেয়ার হতে পিসিপি নেতা সোহেল চাকমা, জুয়েল চাকমা অপহরণসহ পানছড়ি পিসিপি কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনার সাথে জড়িত ছিলেন।

এসময় তিনি তার কৃত অপকর্মের জন্য জাতির কাছে ক্ষমা চেয়ে ভবিষ্যতে স্বাভাবিক জীবন-যাপন করবেন বলে অঙ্গীকার ব্যক্ত করেন। এবং সেই সাথে সংস্কারবাদী দলের সদস্যদের প্রতি জাতীয় স্বার্থ বিরোধী অপকর্ম পরিহার করে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানান।

——————–

সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

 

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More