পিসিপি’র ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কুদুকছড়িতে আলোচনা সভা

0

রাঙামাটি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ১৭ মে ২০২৩

বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কুদুকছড়িতে আলোচনা সভা করেছে সংগঠনটির রাঙামাটি সদর উপজেলা শাখা।

আজ বুধবার (১৭ মে ২০২৩) দুপুর ১২টার সময় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“শাসকচক্রের খুঁটিতে বাঁধা চিহ্নিত গোষ্ঠীসমূহের আন্দোলনের প্রহসন রুখে দিতে ছাত্রসমাজ এক হও” এই শ্লোগানে অনুষ্ঠিত সভায় পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি আনন্দ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ঝিমিত চাকমার সঞ্চালায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সংগঠক বিবেক চকামা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি রিপন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় অর্থ সম্পাদক ধর্মশিং চাকমা, হিল উইমেন্স ফেডারেশনৈর রাঙামাটি সদর উপজেলা শাখার সভাপতি নিশি চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের রাঙাামটি জেলঅ শাখার সাংগঠনিক সম্পাদক প্রিয়তন চাকমা।

সভা শুরুতে অধিকার আদায়ের লক্ষ্য যারা শহীদ হয়েছেন তাদের উদ্দেশ্যে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

সভায় ইউপিডিএফ সংগঠক বিবেক চাকমা বলেন, আজ আমরা এক ক্রান্তিকাল অতিক্রম করছি। সরকার ‘ভাগ কর শাসন কর’ নীতি অবলম্বন করে আমাদের উপর নির্দয় দমন-পীড়ন চালাচ্ছে। শুধু দমন পীড়ন নয়, প্রতিনিয়ত পাহাড়িদের জায়গা-জমি বেদখল করে তাদেরকে উচ্ছেদ করার সকল কর্মকাণ্ড সরকার চালিয়ে যাচ্ছে। সম্প্রতি কিছুদিন আগে খাগড়াছড়ির মহালছড়ির উপজেলার মাইসছড়িতে সেনা-প্রশাসনের সহায়তায় সেটলার বাঙালিরা পাহাড়িদের বেশ কয়েকটি ঘর ভেঙে দিয়েছে। বান্দরবানে একদিকে লামায় রাবার কোম্পানিকে দিয়ে ম্রো-ত্রিপুরাদের ভূমি বেদখল প্রচেষ্টা চালানো হচ্ছে, অপরদিকে রোয়াংছড়ি, রুমা উপজেলায় বম জাতিসত্তার ওপর চলছে অবর্ণনীয় নিপীড়ন। গত ৭ এপ্রিল ও  ৮ মে দু’দফায় সন্ত্রাসী লেলিয়ে দিয়ে ১১ জন বমকে হত্যা করা হয়েছে। তিনি পার্বত্য চট্টগ্রামের নিপীড়িত জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে সামিল হওয়ার আহ্বান জানান।

পিসিপি নেতা রিপন চাকমা বলেন, পাহাড়ি ছাত্র পরিষদ আজ বহু ঝড়-ঝঞ্ছা অতিক্রম করে ৩৪ বছর পূর্ণ করতে চলেছে। ১৯৮৯ সালের ৪ঠা মে লংগদু গণহত্যার প্রতিবাদের মধ্য দিয়ে ওই বছর ২০ মে এই সংগঠনটির আত্মপ্রকাশ ঘটে। শাসকশ্রেণী নিষ্ঠুর দমন-পীড়ন চালিয়েও পাহাড়ি ছাত্র পরিষদকে দমিয়ে রাখা যায়নি। পার্বত্য চট্টগ্রাসহ সারাদেশে যেখানে অন্যায়-অবিচার সংঘটিত হয়েছে সেখানে পাহাড়ি ছাত্র পরিষদ প্রতিবাদে সরব থেকেছে, লড়াই-সংগ্রাম করেছে।

তিনি উক্ত অতিশীঘ্রই সকল জাতিসত্তাগুলোর নিজ নিজ মাতৃভাষার মাধ্যমে শিক্ষা চালু এবং পিসিপির শিক্ষা সংক্রান্ত ৫ দফা পূর্ণ বাস্তবায়নের দাবি জানান।

যুব নেতা ধর্মশিং চাকমা বলেন, আজকের ছাত্র-যুবকরা আমাদের জাতির ভবিষ্যৎ। আমাদের অধিকার ফিরিয়ে আনতে হলে ছাত্র যুবকদেরই আন্দোলনের প্রথম সারিতে এসে দাঁড়াতে হবে। তিনি বলেন, শাসকশ্রেণী আমাদের ছাত্র যুব সমাজকে আন্দোলন বিমুখ করতে পার্বত্য চট্টগ্রামে অবাধে মাদক বাণিজ্যের প্রসার ঘটিয়েছে। তাই এ বিষয়ে ছাত্র-যুব সমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে।

প্রিয়তন চাকমা বলেন, আজ যুব সমাজ যেভাবে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হচ্ছে তার মূলে রয়েছে শাসকগোষ্ঠির নানা ষড়যন্ত্র। শাসকগোষ্ঠি চায় না পাহাড়ি যুবকরা আন্দোলনে জড়িয়ে পড়ুক। তাই মাদক ছড়িয়ে দেয়াসহ নানা প্রলোভনে মশগুল রেখে যুব সমাজকে বশীভূত রাখার অপচেষ্টা জারি রয়েছে। এ বিষয়ে সকলকে সজাগ থাকতে হবে।

হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী নিশি চাকমা বলেন, আজকে আমাদের নারীরা কোথাও নিরাপদ নয়। ঘরে বাইরে, শিক্ষা প্রতিষ্ঠান, কর্মস্থল সবখানে নারী নিপীড়নকারীরা ওঁৎ পেতে থাকে। পার্বত্য চট্টগ্রামে তো জাতিগত নিপীড়নের অংশ হিসেবেই পাহাড়ি নারীদের উপর নিপীড়ন চালানো হয়। শাসকগোষ্ঠির এমন অন্যায়-অবিচারের বিরুদ্ধে ছাত্র-যুব ও নারী সমাজকে সম্মিলিতভাবে রুখে দাঁড়াতে হবে।

সভার সভাপতি আনন্দ চাকমা বলেন, আজকের ছাত্ররাই আগামী দিনের জাতির কর্ণধার। তাই শাসকগোষ্ঠির নিপীড়ন-নির্যাতন থেকে জাতিকে মুক্ত করার জন্য ছাত্র সমাজকে দৃঢ় অঙ্গীকারবদ্ধ হতে হবে। তিনি পার্বত্য চট্টগ্রামের জনগণের ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসন আদায়ের আন্দোলনে সামিল হতে ছাত্র সমাজের প্রতি আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More