বন্দুকভাঙায় এক ব্যক্তিকে অপহরণ করেছে সন্তু গ্রুপ
সিএইচটিনিউজ.কম
রাঙামাটি: রাঙামাটি সদর উপজেলার বন্দুকভাঙা ইউনিয়নের ভুরবান্যা গ্রাম থেকে চেইয়্যা চাকমা(২৬) নামে এক ব্যক্তিকে অপহরণ করেছেন জেএসএস সন্তু গ্রুপ। তাঁর পিতার নাম ভুদিহুলো চাকমা।
বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৭টায় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী ভুরবান্যা গ্রামে এসে নিজ বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায়।
অপহরণের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা জানা যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে ছেড়ে দেয়ার খবর পাওয়া যায়নি।
———————
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।