বাঘাইছড়ির বঙ্গলতলীতে এক ব্যক্তির বাড়িতে সেনাবাহিনীর তল্লাশি

বাঘাইছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর বঙ্গলতলী গ্রামে সেনাবাহিনী এক ব্যক্তির বাড়িতে তল্লাশি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়, আজ রবিবার (২১ ডিসেম্বর ২০২৫) সকাল ১০টপর সময় বাঘাইহাট সেনা জোন থেকে ১৫ জনের একদল সেনা সদস্য পিক-আপে করে উত্তর বঙ্গলতলী গ্রামে যায়। সেনারা উক্ত গ্রামের বাসিন্দা উমেশ কান্তি চাকমা (৫৫), পিতা- গুমেশ কান্তি চাকমা’র বাড়িতে হয়রানিমূলক তল্লাশি চালায়। এ সময় তার স্ত্রী সুদর্শনা চাকমা বাড়িতে একা ছিলেন।
বাড়ি তল্লাশির বিষয়ে সুদর্শনা চাকমা এ প্রতিবেদককে জানান, ‘সেনাবাহিনীর সদস্যরা বিনা অনুমতিতে বাড়িতে প্রবেশ করে তল্লাশি চালায় ও জিনিসপত্র এলোমেলো করে দেয়। সেনারা চলে যাওয়ার পর বাড়ির জিনিসপত্রগুলো ঠিকঠাক আছে কিনা দেখার পর ব্লাউজের পকেটে রাখা শাক-সবজি বিক্রি করে জমানো ৩০০ টাকা খুঁজে পাইন।’
এদিকে, গত ১৮ ডিসেম্বর সকাল থেকে শতাধিক সেনা সদস্য বঙ্গলতলীর জারুলছড়ি উচ্চ বিদ্যালয়ে অবস্থান করছে বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
