বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অভিযানে নেয়া পাহাড়ি গ্রামবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ ইউপিডিএফ’র

0

নিজস্ব প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩

ইউপিডিএফের পতাকা

বান্দরবানের রুমায় কেএনএফ-এর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযানে মানবঢাল হিসেবে ব্যবহারের জন্য নিয়ে যাওয়া কয়েকটি গ্রামের পাহাড়িদের জীবনের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ বৃহস্পতিবার (১৮ মে ২০২৩) ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে অবিলম্বে উক্ত গ্রামবাসীদের ভাগ্যে কী ঘটেছে তা জানানোর জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেছেন, কথিত বিচ্ছিন্নতাবাদী দমনের নামে নিরীহ জনগণের জানমাল ও মানবাধিকার নিয়ে ছিনিমিনি খেলা গ্রহণযোগ্য নয়।

স্থানীয় জনগণের বরাত দিয়ে ইউপিডিএফ নেতা বলেন, ‘গত ১৫ মে সুংসং পাড়া আর্মি ক্যাম্পের সৈন্যরা পাসিং পাড়া থেকে ১৭ জন ও এমটিএস পাড়া থেকে ১৪ জন ম্রো গ্রামবাসীকে এবং তার পরদিন অর্থাৎ ১৬ মে বাকলাই পাড়া আর্মি ক্যাম্পের সেনারা বাশিরাম পাড়া থেকে ২২ জন ত্রিপুরা ও আরও কয়েকটি গ্রাম থেকে ত্রিপুরা ও মারমা গ্রামবাসীকে জোরপূর্বক নিয়ে যায় এবং কুকি-চিন ন্যাশনাল ফ্রন্ট নামের একটি সশস্ত্র গ্রুপের বিরুদ্ধে অভিযানে মানবঢাল হিসেবে ব্যবহার করে।’

তিনি বলেন, ‘গতকাল উক্ত অভিযানে দুই সেনা সদস্য নিহত ও অপর দুই সেনা অফিসার আহত হওয়ার খবর আইএসপিআর জানালেও অভিযানে যেতে বাধ্য করা গ্রামবাসীদের ভাগ্যে কী ঘটেছে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। তবে একটি অসমর্থিত খবরে জানা যায় উক্ত অভিযানে গ্রামবাসীদের মধ্যে জুয়েল ত্রিপুরা নামে একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছেন।’

অংগ্য মারমা অবিলম্বে জোর করে কেএনএফ-বিরোধী অভিযানে নিয়ে যাওয়া গ্রামাবাসীদেরকে তাদের স্ব স্ব পরিবারের কাছে নিরাপদে ফিরিয়ে দেয়ার দাবি জানান এবং ভবিষ্যতে এ ধরনের অভিযানে নিরীহ লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।


সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More