মানিকছড়িতে অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে একজন নিহত
মানিকছড়ি(খাগড়াছড়ি) প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
খাগড়াছড়িরমানিকছড়ি উপজেলার রাঙাপানি এলাকায় এক দম্পতির ওপর ব্রাশফায়ারের ঘটনায়ঘটনাস্থলেই স্বামী নিহত ও স্ত্রী আহত হয়েছেন।আজ রবিবার সকাল ৯ টায় এঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আলো বরণ চাকমা (৩৬)। তার স্ত্রী সুজিতাচাকমাকে আহত অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এই দম্পতি লক্ষ্মীছড়ি বিআরডিবি অফিসের কর্মচারী। তাদের বাড়ি পানছড়ি উপজেলায়বলে জানা গেছে।
স্থানীয়দের সূত্রে জানা গেছে, এই দম্পতিমোটর সাইকেলযোগে মানিকছড়ি থেকে তাদের কর্মস্থল লক্ষ্মীছড়িতে যাচ্ছিলেন।পথিমধ্যে রাঙাপানির আদর্শ গ্রাম এলাকায় পৌঁছলে ওৎ পেতে থাকা অজ্ঞাত বন্দুকধারীরা তাদের লক্ষ্যকরে ব্রাশ ফায়ার করে। এতে ঘটনাস্থলে আলো বরণ চাকমা নিহত ও স্ত্রী সুজতাচাকমা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত অবস্থায় সুজতা চাকমাকে মানিকছড়িসদর হাসপাতালে নিয়ে আসে। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজহাসপাতালে পাঠানো হয়েছে।জানা যায়, ঐ এলাকায় দীর্ঘদিন ধরে বোরকা পার্টি নামধারী একটি সন্ত্রাসী গ্রুপ অবৈধ চাঁদাবাজি, খুন, অপহরণ, মুক্তিপন আদায় সহ নানা ধরনের অপরাধমূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। এ হত্যাকান্ডের ঘটনায় তারা জড়িত থাকতে পারে বলে স্থানীয় অনেকে ধারণা করছেন।