রমেল হত্যার বিচার দাবিতে টানা দুই মাস নান্যাচর বাজার বয়কট কর্মসূচি চলবে

0

Bazar-Boycottনান্যাচর : ছাত্র নেতা ও এইচএসসি পরীক্ষার্থী রমেল চাকমা হত্যায় জড়িত নান্যাচর জোন কমাণ্ডার বাহালুল আলম, মেজর তানভীরসহ জড়িত অন্য সকল সেনাদস্যদের বিচার বিভাগীয় তদন্ত কমিটির মাধ্যমে নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্ত করে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি এবং রমেলের পরিবারকে যথোপযুক্ত ক্ষতিপূরণ,পার্বত্য চট্টগ্রাম থেকে সেনা প্রশাসন প্রত্যাহার এবং সাধারণ শিক্ষার্থী থেকে শুরু করে সকল পেশাজীবী জুম্মদের অন্যায় গ্রেফতার, নির্যাতন, নারী ধর্ষণ, খুন ও গুম বন্ধের দাবিতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও রমেল হত্যা প্রতিবাদ কমিটির ডাকে টানা দুই মাস (মে – জুন) নান্যাচর বাজার বয়কট কর্মসূচি চলবে। দাবি পূরণ না হলে অনির্দিষ্টকালের জন্য বাজার বয়কটেরও হুশিঁয়ারি দিয়েছে তারা।

গত ২ মে ২০১৭, মঙ্গলবার নান্যাচরে রমেল চাকমার স্মরণে আয়োজিত নাগরিক শোকসভা থেকে রমেল হত্যা প্রতিবাদ কমিটি ও পিসিপি যৌথভাবে উক্ত কর্মসূচি ঘোষণা দেয়।

এছাড়াও যে কোন সময় যে কোন জায়গায় মানববন্ধন; ১০ মে বৈশাখী পূর্ণিমা উপলক্ষ্যে শহীদ রমেল চাকমার স্মরণে খাগড়াছড়িতে শোকসভা ও সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন এবং ১৪ মে ঢাকায় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচিও ঘোষণা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৫ এপ্রিল নান্যাচর জোন কমাণ্ডার মোঃ বাহলুল আলম ও মেজর তানভীর নেতৃত্বে সেনাবাহিনী সদস্যরা থানায় কোন অভিযোগ বা মামলা না থাকা সত্বেও উপজেলা এলাকা থেকে রমেল চাকমাকে অন্যায়ভাবে গ্রেফতার করে। পরে তাকে জোনে নিয়ে গিয়ে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনে গুরুতর অসুস্থ হয়ে ১৯ এপ্রিল চমেক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় রমেল চাকমার মৃত্যু হয়।
—————–
সিএইচটি নিউজ ডটকম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More