রাঙামাটিতে আবারো পাহাড়িদের ওপর হামলার চেষ্টা, আটক-৩, বিভিন্ন সংগঠনের প্রতিবাদ কর্মসূচি অব্যাহত

0

নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম 
রাঙামাটি : রাঙামাটিতে ১৪৪ ধারার জারির মধ্যেও গতকাল রবিবার রাতে বাঙালিরা আবারো পাহাড়িদের ওপর হামলার চেষ্টা চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। রাত সাড়ে ৮টার সময় বাঙালিরা ট্রাভেল আদাম, ভেদভেদী, বনরূপা ও চম্পকনগরে হামলার চেষ্টা চালায়। এ ঘটনার পর বিভিন্ন গুজব ছড়িয়ে পড়লে পাহাড়িদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সেনাবাহিনী পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্টো তিন পাহাড়িকে আটক করে নিয়ে যায়। আটককৃতরা পূর্ব ট্রাভেল আদামের জুয়েল চাকমা ওরফে গৌরব এবং রাজমনি পাড়ার চন্দ্র হংস চাকমা ও পাপেল চাকমা বলে জানা গেছে। তাদেরকে বর্তমানে রাঙামাটি কোতোয়ালী থানায় আটক রাখা হয়েছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে তৃতীয় দিনেও রাঙামাটি শহরে ১৪৪ ধারা জারি রয়েছেশহরের বিভিন্নগুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ মোতায়েন রয়েছে  ঘটনার তদন্তে গঠিত তদন্ত কমিটি গতকাল থেকে কাজ শুরু করেছেপরিস্থিতিকিছুটা স্বাভাবিক হয়ে আসলেও শহর জুড়ে এখনো থমথমে অবস্থা বিরাজ করছেলোকজনের মধ্যে আতংক এখনো কাটেনিস্কুল কলেজ অফিস আদালত খোলা থাকলেও উপস্থিতিএকেবারে কমমানুষ নানা আতংকে প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না।
এদিকে, রাঙ্গামাটি সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃসুশোভন দেওয়ানের উপর হামলার প্রতিবাদে রাঙ্গামাটি জেলার সকল হাসপাতালেডাক্তারদের অনির্দিষ্ট সময়ের কর্মবিরতির দ্বিতীয় দিনের মতো চলছেতাছাড়া পাহাড়ি ইউপি চেয়ারম্যানদের ওপর হামলার প্রতিবাদেতিন পার্বত্য জেলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফোরামের কর্মবিরতিও অব্যাহত রয়েছে

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More