রাঙামাটিতে দুই ব্যক্তিকে আটকের অভিযোগ
রাঙামাটি, সিএইচটি নিউজ
মঙ্গলবার, ৩০ মে ২০২৩

রাঙামাটি শহর এলাকা থেকে দুই ব্যক্তিকে আটকের অভিযোগ পাওয়া গেছে। এর মধ্যে একজনকে সেনাবাহিনী ও আরেকজনকে সেনা-পুলিশ যৌথভাবে আটক করে বলে জানা যায়।
আটকের ঘটনাগুলো ঘটেছে গত ২৭ ও ২৯ মে ২০২৩ তারিখে রাঙামাটির ভেদভেদি ও সমতাঘাট এলাকায়।
আটক ব্যক্তিরা হলেন- সিদ্ধার্থ চাকমা (৬০), পিতা-মৃত মধুসুধন চাকমা, গ্রাম- ভেদভেদী ও রেবতি চাকমা (৫৫), পিতা- সুরেশ চাকমা, গ্রাম- কুড়ামারা, বন্দুকভাঙা, রাঙামাটি।
জানা যায়, গতকাল সোমবার (২৯ মে) বিকাল ৪টার দিকে সেনাবাহিনীর একটি দল রাঙামাটি শহরের বনরূপা সমতাঘাট এলাকা থেকে রেবতি চাকমাকে আটক করে নিয়ে যায়। এর আগে গত ২৭ মে সকাল ৮টার দিকে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল ভেদভেদি এলাকা থেকে সিদ্ধার্থ চাকমাকে আটক করে।
তাদেরকে আটকের কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে গত ২৪ মে মোনঘর আবাসিক স্কুল এলাকায় প্রভাত চাকমা নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হওয়ার ঘটনায় নিহতের স্ত্রী সিদ্ধার্থ চাকমাসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন বলে জানা গেছে।
এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত আটককৃতদের এখনো আদালতে বা পুলিশে সোপর্দ করা হয়নি বলে জানা গেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন