Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
নিজস্ব প্রতিবেদক, সিএইচটিনিউজ.কম
গণতান্ত্রিক যুব ফোরামের সভাপতি নতুন কুমার চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের সভাপতি সুমেন চাকমা ও হিল উইমেন্সে ফেডারেশনের সভানেত্রী কণিকা দেওয়ান আজ এক বিবৃতিতে রাঙামাটি শহরে ও চট্টগ্রামের অক্সিজেনে পাহাড়িদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
নেতৃবৃন্দ অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার ও বিচার, আহত ও ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান এবং পাহাড়ি জনগণের জানমাল রার জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানান।
রাঙামটির হামলাকে সুপরিকল্পিত আখ্যায়িত করে বিবৃতিতে তারা বলেন, সেটলারদের একটি বিশেষ অংশ দীর্ঘ দিন ধরে পাহাড়ে নতুন করে দাঙ্গা সৃষ্টির ষড়যন্ত্র করে আসছিল। ইতিপূর্বে তারা খাগড়াছড়িতে নানাভাবে উস্কানিমূলক ঘটনা ঘটিয়ে দাঙ্গা বাঁধানোর চেষ্টা চালালেও ব্যর্থ হয়।
তারা বলেন, পুলিশের নাকে ডগায় রাঙামাটিতে তাণ্ডব চালানো হয়েছে, অথচ প্রশাসন পাহাড়িদের ও তাদের জানমাল রার জন্য কোন ধরনের পদপে নেয়নি।
নেতৃবৃন্দ আরো জানান, আজ দুপুর তিনটার দিকে চট্টগ্রামের অক্সিজেন মোড়ে খাগড়াছড়ি থেকে আসা কয়েক জন পাহাড়ির কতিপয় বাঙালি বিনা উস্কানিতে হামলা চালায়। এতে অবসরপ্রাপ্ত সরকারী চাকুরীজীবী চিরশান্তি চাকমা, খাগড়াছড়ির মহাজন পাড়ায় ঝরঝরি প্রিন্টার্সের কর্মচারী নিপুন চাকমা ও ক্লিনটন চাকমা আহত হন।
