রামু ও রাঙামাটি হামলার প্রতিবাদে চট্টগ্রামে পাহাড়ি ছাত্র পরিষদের বিক্ষোভ
পিসিপি কেন্দ্রীয় সভাপতিসুমেন চাকমা বলেন, বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম বিধান এবং বাঙালীব্যতীত অন্য জাতিকে স্বীকৃতি না দেয়ার কারণেই আজ সাম্প্রদায়িক গোষ্ঠীহামলার সাহস পাচ্ছে।এজন্য আওয়ামীলীগ সরকারই দায়ী।