লক্ষ্মীছড়িতে সম্মিলিত বৈ-সা-বি র্যালি অনুষ্ঠিত
লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৩ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপাজেলায় গতকাল বুধবার (১২ এপ্রিল ২০২৩) ‘সার্বজনীন বৈসাবি উদযাপন কমিটি, লক্ষ্মীছড়ি এর উদ্যোগে সম্মিলিতভাবে বৈ-সা-বি র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন ক্লাব, সমিতি ও পাড়ার লোকজন স্ব স্ব ব্যানার নিয়ে র্যালিতে অংশগ্রহণ করেন।

“যা কিছু অসুন্দর, দুঃখ-গ্লানি, অন্যায় অবিচার দূর হয়ে যাক” স্লোগানে ঐক্য সংহতি,সম্প্রীতির চেতনায় এবং সুখ,শান্তি, সমৃদ্ধি কামনায় গতকাল সকাল ৯টার দিকে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠ থেকে র্যালি বের করা হয়। র্যালিটি লক্ষ্মীছড়ি বাজার প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ মাঠে এসে শেষ হয়। র্যালির পুর্বে সম্মিলিতভাবে ধুরুং খালে ফুল দিয়ে সুখ, শান্তি ও মঙ্গল কামনা করা হয়।

এরপর সেখানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবুল চৌধুরী, লক্ষ্মীছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রবীল চাকমা, দুল্যাতলী ইউপি চেয়ারম্যান ত্রিলন চাকমাসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে চাকমা, মারমা নৃত্যু পরিবেশন করা হয়।




সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন