লামায় মারমা নারীকে ধর্ষণের অভিযোগ, থানায় মামলা দায়ের
বান্দরবান প্রতিনিধি, সিএইচটি নিউজ
শনিবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৩

বান্দরবানের লামা উপজেলায় ফাঁসিয়াখালী ইউনিয়নে এক মার্মা নারীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (২৪ ফেব্রুয়ারি ২০২৩) দুপুরে হারগাজা এলাকায় এই ঘটনা ঘটে।
অভিযুক্ত ধর্ষণকারীর নাম মো. কায়সার (৩৫)। তিনি ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা ফুটেরঝিরি এলাকার আব্দুল্লাহর ছেলে বলে জানা গেছে।
উক্ত ঘটনায় ভুক্তভোগী নারী শনিবার (২৫ ফেব্রুয়ারি) রাতে কায়সারকে আসামি করে লামা থানায় মামলা দায়ের করেছেন। তবে মামলা করতে গিয়ে দুপুর থেকে রাত পর্যন্ত থানায় বসে থাকতে হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী নারী ও তার স্বজনরা।
জানা যায়, শুক্রবার দুপুর বাড়ির পাশের জমিতে শাক তুলতে গেলে ওই নারী ধর্ষণের শিকার হয়। এ সময় ভুক্তভোগী নারীর চিৎকার শুনতে পেয়ে পাশের জমিতে কাজ করতে থাকা গ্রামবাসীরা এগিয়ে গেলে মো. কায়সার পালিয়ে যেতে চাইলে গ্রামবাসীরা তাকে ধরে পিটুনি দিয়ে বেঁধে রাখে।
ভুক্তভোগীর অভিযোগ, মো. কায়সার তাকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে।
এদিকে, অভিযুক্তকে পুলিশ দেওয়ার প্রস্তুতি নিলে তার আগেই সংরক্ষিত আসনের মহিলা সদস্য জোস্না আক্তার গ্রামে চেয়ারম্যান কার্যালয়ে বিচার করবে বলে কাউছারকে নিয়ে যায়। চেয়ারম্যান কায়সারকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেন এবং সুস্থ হয়ে আসার পর বিচার করার কথা জানান।
লামা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী মামলা গ্রহণ করা হয়েছে জানিয়ে বলেছেন, ভিকটিমকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন