লামায় রাবার কোম্পানি কর্তৃক ভূমি বেদখলের প্রতিবাদে বাঘাইছড়িতে বিক্ষোভ

বাঘাইছড়ি প্রতিনিধি।। বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে ‘লামা রাবার ইন্ডাষ্ট্রিজ’ কর্তৃক ম্রো ও ত্রিপুরাদের ৪০০ একর জুমের জায়গা জোরপূর্বক বেদখলের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (১১ এপ্রিল ২০২২) বিকালে মিছিল পরবর্তী অনুষ্ঠিত সমাবেশে রিপন চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ’র বাঘাইছড়ি উপজেলা সংগঠক রিয়েল চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা সভাপতি রত্ন জ্যোতি চাকমা।
বক্তারা বলেন, ভূমিদস্যু ‘লামা রাবার ইন্ডাষ্ট্রিজ’ এর লোকজন জোরজরদস্তি করে বহিরাগত বাঙালি ও রোহিঙ্গা লেলিয়ে দিয়ে ম্রো ও ত্রিপুরাদের বংশ পরম্পরায় ভোগদখলীয় ৪০০ একর জুমের জায়গা বেদখলের চেষ্টা অব্যাহত রেখেছে। প্রশাসন কোন পদক্ষেপ না নেয়ায় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে।
বক্তারা আরো বলেন, শুধু লামায় নয়, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত ভূমি বেদখলের ঘটনা ঘটছে। আর ভূমি বেদখলের একমাত্র উদ্দেশ্য হচ্ছে পাহাড়ি জাতিসত্তাসমূহকে নিজ দেশে পরবাসী করা এবং তাদের অস্তিত্ব ধ্বংস করে দেওয়া।

বক্তারা অভিযোগ করে বলেন এদেশের শাসকগোষ্ঠি বরাবরই পাহাড়ি জনগণের সাথে বৈষম্যমূলক আচরণ করছে। ফলে ভূমিদস্যুদের বিরুদ্ধে কোন পদক্ষেপ না নিয়ে উল্টো যারা ভূমি বেদখলের বিরুদ্ধে প্রতিবাদ করতে চায় তাদের ওপর দমন-পীড়ন চালায়।
তারা বলেন, এদেশের সরকারের ব্যবহার দেখে মনে হয় পাহাড়িরা এদেশের নাগরিক নয়। যার কারণে এখানে নিপীড়ন-নির্যাতন, ভূমি বেদখল, অগ্নিসংযোগ, খুন-গুম হলেও পাহাড়িরা কোন সুষ্ঠু বিচার পায় না।
বক্তারা অবিলম্বে লামায় ম্রো ও ত্রিপুরাদের ভূমি বেদখল বন্ধ করা এবং লামা রাবার ইন্ডষ্ট্রিজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ ও ওই এলাকায় কোম্পানির সকল কার্যক্রম বন্ধ করে দেয়ার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন