সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে কুদুকছড়িতে তিন সংগঠনের আলোচনা সভা

0

রাঙামাটি প্রতিনিধি।। সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে রাঙামাটি সদর উপজেলার কুদুকছড়ি এলাকায় আলোচনা সভা করেছে গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন, রাঙামাটি জেলা শাখা।

আজ মঙ্গলবার (২৯ জুন ২০২১) বেলা ১:০০টার সময় অনুষ্ঠিত আলোচনা সভায় গণতান্ত্রিক যুব ফোরামের প্রিয়তন চাকমার সঞ্চলনায় ও গণতান্ত্রিক যুবফোরাম রাঙামাটি জেলা আহ্বায়ক ধর্মশিং চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন, ইউপিডিএফ সংগঠক জয়েন চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারন সম্পাদক জিকো ত্রিপুরা, পিসিপি’র রাঙামাটি জেলা শাখার সভাপতি নিকন চাকমা ও হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী রিমি চাকমা।

করোনা ভাইরাস সংক্রমণ বৃদ্ধির কারণে সভাটি সীমিত আকারে করা হলেও এলাকার জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গসহ দুই শতাধিক লোকজন এতে  অংশগ্রহণ করেন।

বির্তকিত ‘পঞ্চদশ সংশোধনী’র ১ দশক, নতুন সংবিধান চাই”; “বাঙালি জাতীয়তা নয়, স্ব স্ব জাতিসত্তার স্বীকৃতি দিতে হবে”; “পর্যটন-উন্নয়নের নামে ৫ তারা হোটেল-সড়ক নির্মাণ ও বাস্তুভিটা থেকে উচ্ছেদ চলবে না, বন্ধ কর” এসব শ্লোগানে আয়োজিত সভায় বক্তারা বলেন, পৃথিবীতে এক জাতির রাষ্ট্র গঠন সম্ভব নয়, এক জাতির রাষ্ট্র পৃথিবীতে নেই বললে চলে। কিন্তু উগ্র ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার ২০১১ সালের ৩০ জুন সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাসের মাধ্যমে এদেশের বাঙালি ভিন্ন অপরাপর জাতিসত্তাসমূহকে অস্বীকার করে জোর জবরদস্তিমূলকভাবে বাংলাদেশকে একক বাঙালি জতির রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করছে। এ কারণে পার্বত্য চট্টগ্রামের জনগণ লালকার্ড প্রদশন, বিক্ষোভ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই বিতির্কত কালো আইনটি বাতিলের দাবি জানিয়ে আসছে।

বক্তারা আরো বলেন, পার্বত্য জনপদ আজ রাষ্ট্রের কাছে জিম্মি। পাহাড়িরা নিজ দেশে পরবাসীর মত জীবন-যাপন করতে বাধ্য হচ্ছে। শাসকগোষ্ঠীর ভ্রাতৃঘাতি সংঘাত নীতি অর্থাৎ জুম্মদের মধ্যে ভাইয়ে ভাইয়ে হানাহানি জিইয়ে রাখার অপচেষ্টা, সাম্প্রদায়িক হামলা, ভূমি বেদখল, পাহাড়ি উচ্ছেদ, নারী নির্যাতন তথা সরকারের সকল অগণতান্ত্রিক, গণবিরোধী ও ফ্যাসিষ্ট কার্যকলাপের বিরুদ্ধে আ্ন্দোলন গড়ে তুলতে ইউপিডিএফ সব সময় গণতান্ত্রিক পন্থাকেই বেছে নিয়েছে। অথচ সরকার বা শাসকগোষ্ঠী ইউপিডিএফের এই গণতান্ত্রিক পন্থার আন্দোলনকে দমন করতে সামরিক উপায়ে অর্থাৎ উগ্র ও বর্বর বলপ্রয়োগের মাধ্যমে ধ্বংস করে দেয়ার পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।

সভায় বক্তারা বলেন, প্রত্যেক জাতিসত্তা নিজ পরিচয়ে, নিজের কৃষ্টি-কালচার নিয়ে বাঁচতে চায়। কিন্তু আওয়ামী সরকার সম্পূর্ণ অযৌক্তিক ও অন্যায়ভাবে জাতিসত্তাগুলোর ওপর বাঙালি জাতীয়তা চাপিয়ে দিয়েছে। শাসকগোষ্ঠীর উগ্র বাঙালি জাতীয়তাবাদী নীতির কারণে পার্বত্য চট্টগ্রামে নিষ্ঠুরভাবে জাতিগত দমন-পীড়ন চালানো হচ্ছে।

সভা থেকে অবিলম্বে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিল করে নতুন সংবিধান প্রনয়নসহ সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির জোর দাবি জানানো হয়।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More