বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে সাজেকের মাচলঙে সভা

0

সাজেক প্রতিনিধি ।। সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলের দাবিতে সাজেক মাচলঙে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিতর্কিত পঞ্চদশ সংশোধনী আইন পাসের ১ দশক উপলক্ষে গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক থানা শাখা এ সভার আয়োজন করা হয়।

আজ মঙ্গলবার (২৯ জুন ২০২১) দুপুর ২ টার সময় অনুষ্ঠিত সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরাম সাজেক থানা শাখার সাধারণ সম্পাদক ইংগেজ চাকমা।

সভায় গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সদস্য শুভ রঞ্জন চাকমার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন ইউপিডিএফ’র সাজেক ইউনিটের সংগঠক অডিট চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সাংগঠনিক সম্পাদক কিরন চাকমা।

বক্তারা বলেন, ২০১১ সালের ৩০ জুন সংবিধানের বিতর্কিত পঞ্চদশ সংশোধনীতে এদেশের ভিন্ন ভিন্ন জনগোষ্ঠীর ইতিহাসকে অস্বীকার করে বাংলাদেশের সকল নাগরিককে বাঙালি বলা হয়েছে। ১৯৭২ সালে সদ্য স্বাধীন দেশের সংবিধান রচনার সময়ও পাহাড়ি জাতিসত্তাদের অস্তিত্বকে অস্বীকার করেছিল এদেশের রাষ্ট্র ব্যবস্থা।

বক্তারা আরো বলেন, বাংলাদেশের শাসকগোষ্ঠী তথা আওয়ামী লীগ সরকার জনগণের মতামতকে তোয়াক্কা না করে এদেশের ভিন্ন ভাষাভাষী সংখ্যালঘু জাতিসত্তাসমূহের উপর উগ্র বাঙালী জাতীয়তা চাপিয়ে দিয়েছে। কিন্তু এদেশে বসবাসরত চাকমা, মারমা, ত্রিপুরা, সাঁওতাল, ওঁরা্ও, মুনিপুরিসহ ৪৫টির অধিক জাতিসত্তা কখনো বাঙালি নয়, তারা নিজ নিজ, ভাষা, সাহিত্য-সংস্কৃতি, ইতিহাস-ঐতিহ্য ধারণ করেই স্বতন্ত্র জাতিসত্তা হিসেবে এদেশে যুগ যুগ ধরে বসবাস করে আসছে।

বক্তারা বলেন, একটি জাতি তার নিজের পরিচয় নিজেই ঠিক করবে। তার পরিচয় লুপ্ত করে দেয়ার অধিকার কারোর থাকতে পারে না।

বক্তারা অবিলম্বে সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতির দাবি জানিয়ে বিতর্কিত পঞ্চদশ সংশোধনী বাতিলপূর্বক নতুন সংবিধান প্রণয়নের দাবি জানান। একই সাথে তারা পর্যটন-উন্নয়নের নামে ভূমি বেদখল-উচ্ছেদ ও অন্যায় দমন-পীড়ন বন্ধের দাবি জানিয়েছেন।


সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More