পানছড়িতে চার গ্রামবাসীকে আটকে রেখে ৪ লক্ষ টাকা দাবি করছে সেনা মদদপুষ্ট সন্ত্রাসীরা

পানছড়ি প্রতিনিধি।। খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ৪নং লতিবান ইউনিয়ন থেকে চার গ্রামবাসীকে মোবাইলে কল দিয়ে ডেকে পাঠিয়ে আটকে রেখে ৪ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করছে সেনা মদদপুষ্ট মুখোশ সন্ত্রাসীরা।
ভুক্তভোগী গ্রামবাসীরা হলেন- ১.মেরা চাকমা (৩৫)পিতা- হুরুক্কি চাকমা, গ্রাম- লীলা মোহন পাড়া, ২.কালো বিকাশ চাকমা (৪৭) পিতা- হুরুক্কি চাকমা, গ্রাম- লীলা মোহন পাড়া, ৩.সুকর্ণ চাকমা (৫৮), পিতা- নগেন্দ্র লাল চাকমা, গ্রাম- শান্তিরঞ্জন পাড়া ও ৪. ললিত মোহন চাকমা (৬২)পিতা- জগেন্দ্র লাল চাকমা, গ্রাম-শান্তিরঞ্জন পাড়া।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার (৮ফেব্রুয়ারি ২০২২) দুপুর ১:০০টার সময় পানছড়ি বাজারে অবস্থানরত সন্ত্রাসীরা মোবাইলে কল দিয়ে উক্ত চার গ্রামবাসীকে তাদের সাথে দেখা করতে বলে।
এরপর তারা দেখা করতে গেলে সন্ত্রাসীরা তাদেরকে আটকে রেখে স্থানীয় মুরুব্বীদের মোবাইল কল দিয়ে চার লক্ষ টাকা নিয়ে যেতে বলে। পরে স্থানীয় মুরুব্বীরা দেখা করতে গেলে মুখোশ সন্ত্রাসী অমর চাকমা চার লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।
এতে মুরুব্বীরা ১ লক্ষ টাকা দিতে চাইলে চারজনকে মেরে ফেলার হুমকি দেয়া হয়।
এই রির্পোট লেখা পর্যন্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়নি।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন