কাউখালীতে ইউপিডিএফ’র মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবির পোস্টার ছিঁড়ে দিয়েছে সেনাবাহিনী
কাউখালী প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

রাঙামাটির কাউখালীতে পার্বত্য চট্টগ্রামে জাতীয় মানবাধিকার কমিশনের সফর উপলক্ষে ইউপিডিএফ এবং তার সহযোগী সংগঠনসমূহের লাগানো মানবাধিকার লঙ্ঘন বন্ধের দাবি সম্বলিত হাতে লেখা পোস্টার সেনাবাহিনী ছিঁড়ে দিয়েছে বলে জানা গেছে।
আজ সোমবার (১৬ জানুয়ারি ২০২) সকাল ১০টার দিকে সেনাবাহিনীর একদল সদস্য ঘাগড়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে অন্তর্গত তালুকদার পাড়া গ্রামে এসে সেখানকার দোকানগুলোতে লাগানো অধিকাংশ পোষ্টার নিজেরাই ছিঁড়ে দেয়। আর কিছু কিছু পোস্টার উপস্থিত দুয়েক জন লোককে দিয়ে ছিঁড়তে বাধ্য করায়।

পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন দাবি সম্বলিত এসব পোস্টারসমূহ গতকাল কাউখালীর বিভিন্ন জায়গায় লাগানো হয়। পোষ্টারগুলোতে লেখা ছিল- “২০১৮ সালের স্বনির্ভর গণহত্যার বিচার চাই; পার্বত্য সংঘটিত সকল গণহত্যার বিচার চাই; লামা হামলার বিচার চাই; রাষ্ট্রীয় মদদপুষ্ট ঠ্যাঙারে বাহিনী ভেঙ্গে দাও; ভারত প্রত্যাগত শরণার্থীদের জমি ফিরিয়ে দাও; অঘোষিত সেনা শাসন ও নিয়ন্ত্রণ তুলে নাও; অভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন কর; পার্বত্য চট্টগ্রামে এপিবিএন ব্যাটালিয়ন চাই না; পার্বত্য চট্টগ্রামে মানবাধিকার লঙ্ঘন বন্ধ কর” প্রভৃতি।
প্রত্যক্ষদর্শী একজন এ প্রতিবেদককে বলেন, শান্তিবাহিনীর সময় সেনাবাহিনী বুলেট বোমার আতঙ্কে থাকতো। আর এখন পোস্টার আতঙ্কে থাকে। হায় হায় বাংলাদেশ সেনাবাহিনী!
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন