লক্ষ্মীছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
লক্ষ্মীছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বুধবার, ৫ এপ্রিল ২০২৩

খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে যুব সমাজের অগ্রগামী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ ৫ এপ্রিল ২০২৩, বুধবার সংগঠনটির লক্ষ্মীছড়ি উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
“পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতী সংঘাত বাঁধানোর ষড়যন্ত্রের বিরুদ্ধে রুঁখে দাড়াও; সকল জাতিসত্তার সাংবিধানিক স্বীকৃতি, নারীর নিরাপত্তা, ভুমি অধিকার নিশ্চিত ও সম্রম রক্ষার্থে যুব সমাজ ঐক্যবদ্ধ হোন; পার্বত্য চট্টগ্রামে পাক প্রেতাত্বা ও নব্য মুখোশ রাজাকারদের বিরুদ্ধে ঐক্য আন্দোলন গড়ে তুলুন” এসব শ্লোগানে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন গণতান্ত্রিক যুব ফোরামের লক্ষ্মীছড়ি উপজেলা সভাপতি পাইচি মারমা।
সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন ইউপিডিএফ’র লক্ষ্মীছড়ি ইউনিটের সংগঠক উৎপল চাকমা, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক রিনা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি ক্যামরন চাকমা, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ লক্ষীছড়ি উপজেলার সাধারণ সম্পাদক জয় চাকমা।

বক্তারা বলেন, গণতান্ত্রিক যুব ফোরাম নানা চড়াই-উৎরাই পেরিয়ে হাটি-হাটি পা পা করে ২১ বছর পূর্ণ করেছে। এই ২১ বছরের পথ চলা সহজ ছিল না সংগঠনটির। সংগঠনের অনেক নেতা-কর্মীকে অপরিসীম ধৈর্য্য ও ত্যাগ স্বীকার করতে হয়েছে। হারাতে হয়েছে অনেক ত্যাগী নেতা-কর্মীদেরও। তারপরও সরকার শাসকগোষ্ঠীর কাছে আপোষ করেনি। সংগ্রামে অবিচল রয়েছে। গঠনলগ্ন থেকে সংগঠনিক ভূমি বেদখল, অন্যায়-অবিচার ও দমন-পীড়নের বিরুদ্ধে আন্দোলন করে যাচ্ছে, অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
সভার সভাপতি পাইচি মারমা মানিকছড়িতে হ্লাচিং মং মারমা (ঊষা) ও দীঘিনালায় ত্রিদিব চাকমা (শিমুল) হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তিনি বলেন, নব্যমুখোশদের মতো ঠ্যাঙারে বাহিনী ও সেনা শাসন জারি রেখে আমাদের ন্যায্য আান্দোলন দমিয়ে রাখা যাবে না।
তিনি যুব সমাজকে গণতান্ত্রিক যুব ফোরামের পতাকাতলে সমবেত হয়ে অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করার আহ্বান জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন