মাটিরাঙ্গায় পাহাড়িদের জুম ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ
গুইমারা প্রতিনিধি, সিএইচটি নিউজ
রবিবার, ৪ জুন ২০২৩

খাগড়াছড়ির মাটিরাঙ্গার তাইন্দং-তবলছড়ি এলাকার লাইফু কার্বারি পাড়ায় সেটেলার বাঙালি কর্তৃক পাহাড়িদের জুম-বাগান ঘরে অগ্নিসংযোগের প্রতিবাদে গুইমারায় বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ ও গণতান্ত্রিক যুব ফোরাম মাটিরাঙ্গা-গুইমারা শাখা।
আজ রবিবার (৪ জুন ২০২৩) সকাল ১০টায় গুইমারা সদরের রামেশু বাজার থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি গুইমারা তিন রাস্তা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে অনিমেষ চাকমা সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পাহাড়ে প্রতিনিয়ত সেটেলাদের কর্তৃক পাহাড়িদের উপর হামলা, ঘরবাড়িতে অগ্নিসংযোগ ও ভূমি বেদখলের ঘটনা সংঘটিত হচ্ছে। শাসকগোষ্ঠি ও তার বাহিনী এবং প্রশাসনের প্রত্যক্ষ-পরোক্ষ মদদে সেটলার বাঙালিরা এ ধরনের ঘটনা সংঘটিত করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি গত ১ জুন রাতে সেটলার বাঙালি কর্তৃক লাইফু কার্বারি পাড়ায় ৭ পাহাড়ি জুমচাষীর ঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাকে ন্যাক্কারজনক উল্লে করে বলেন, ২০১৩ সালেও তাইন্দং-তবলছড়ি এলাকায় পাহাড়িদের গ্রামে হামলা ও ঘরবাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছিল। সেই ঘটনার জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় তারা বার বার এ ধরনের হামলার ঘটনা ঘটাচ্ছে।।
সমাবেশ থেকে অনিমেষ চাকমা অবিলম্বে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত সেটলার মো. আজিজুল গংদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে যথাযথ ক্ষতিপূরণ ও নিরাপত্তা প্রদান এবং সেটলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সমতলে পুনর্বাসনের দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন