খাগড়াছড়িতে সেটলার কর্তৃক ৮ম শ্রেণির পাহাড়ি ছাত্রীকে গণধর্ষনের ঘটনায় দুই সংগঠনের নিন্দা

খাগড়াছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫খাগড়াছড়ি সদর উপজেলার ভাইবোনছড়ায় সেটলার মুনির ইসলাম ও আরমান ইসলাম গং কর্তৃক ৮ম শ্রেণীতে পড়ুয়া এক পাহাড়ি ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিল উইমেন্স ফেডারেশনে ও বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই ২০২৫) হিল উইমেন্স ফেডারেশনের খাগড়াছড়ি জেলা শাখা আহ্বায়ক এন্টি চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মিঠুন চাকমা সংবাদ মাধ্যমে প্রদত্ত এক যৌথ বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আমরা ভিকটিমের পরিবার ও এলাকাবাসীর সূত্রে জানতে পেরেছি ওই ছাত্রী হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা উৎসবে ঘুরতে এসে রাত হয়ে যাওয়ায় বাড়িতে ফিরতে না পেরে রাতযাপনের জন্য ভাইবোনছড়া বাজারস্থ উন্নয়ন বোর্ড ভবনের পাশে এক কাকার বাসায় ওঠেন। সেদিন রাত সাড়ে ৯টায় ৬ জন সেটলার বাঙালি যুবক ১। মো. মুনির ইসলাম (ভিডিপি সদস্য), পিতা- লাল মিয়া, ২। মো. আরমান ইসলাম, পিতা- আব্দুল, ৩। মো. সাব্দাম হোসেন, পিতা- মৃত: মুখলেছুর রহমান, ৪। মো. সোহেল ইসলাম, পিতা- নবীন মিস্ত্রি, ৫। মো. ইমাম ইসলাম, পিতা- মো: আলম ইসলাম ও ৬। এনায়েদ হোসেন, পিতা-রুহুল আমীন ওই বাসায় প্রবেশ করে। তারা ওই ছাত্রী এবং ঘরে থাকা এক যুবকের বিরুদ্ধে অবৈধ শারীরিক সম্পর্কের মিথ্যা অভিযোগ তোলে। এরপর তারা যুবকটিকে পাশের রুমে বেঁধে রেখে ছাত্রীকে প্রাণ নাশের ভয় দেখিয়ে জোরপূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
ঘটনার পর ওই ছাত্রী মানসিকভাবে ভেঙে পড়লেও ভয়ে বা লজ্জায় বিষয়টি পরিবারকে জানাতে পারেনি। পরে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করলে পরিবারের সদস্যরা তাকে দ্রুত খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করেন। এরপর ভুক্তভোগী ছাত্রী তার পরিবারের সদস্যদের নিকট বিষয়টি খুলে বললে ঘটনাটি জানাজানি হয়।
বিবৃতিতে নেতৃদ্বয় ক্ষোভ প্রকাশ করে বলেন, পার্বত্য চট্টগ্রামে প্রতিনিয়ত সেটলার বাঙালি দ্বারা পাহাড়ি নারী, কিশোরী, শিশু ধর্ষণের শিকার হচ্ছে। গত মে মাসে বান্দরবানে চিংমা খিয়াং নামে এক পাহাড়ি নারীকে গণধর্ষণের পর হত্যা করা হয়েছে। এই ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা হয়নি। সরকার ও প্রশাসন ধর্ষকদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার ও সাজার ব্যবস্থা না করায এ ধরনের ঘটনা বৃদ্ধি পাচ্ছে।
নেতৃদ্বয় অবিলম্বে ভাইবোনছড়ায় স্কুলছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িতদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি নারী ধর্ষণের মেডিকেল রিপোর্টের উপর জারিকৃত গোপন নিষেধাজ্ঞা তুলে নেয়া এবং পাহাড় ও সমতলে সকল নারীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।