খাগড়াছড়িতে ৮ম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের প্রতিবাদে পিসিপি’র মশাল মিছিল

খাগড়াছড়ি প্রতিনধি, সিএইচটি নিউজ
বুধবার, ২৪ সেপ্টেম্বর ২০২৫
“অবিলম্বে ধর্ষণের মেডিকেল রিপোর্ট প্রকাশের ওপর গোপন নিষেধাজ্ঞা প্রত্যাহার কর” স্লোগানে খাগড়াছড়ির সিঙ্গিনালায় ৮ম শ্রেণিতে পড়ুয়া এক পাহাড়ি শিক্ষার্থীকে ৩ সেটেলার বাঙালি কর্তৃক গণধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষকদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে খাগড়াছড়ি সদরে মশাল মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) সন্ধ্যা ৬:৩০টায় স্বনির্ভরের ইউপিডিএফের কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মশাল মিছিলটি জেলা পরিষদ, নারাঙহিয়া রেডস্কোয়ার হয়ে উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে আবার স্বনির্ভর বাজারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সমাবেশে পিসিপি’র খাগড়াছড়ি জেলা শাখার সাধারণ সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির জেলা শাখার সহ-সভাপতি অনিমেষ চাকমা ও সাংগঠনিক সম্পাদক প্রাঞ্জল চাকমা।
বক্তারা বলেন, ধর্ষণের মতো ঘটনা পার্বত্য চট্টগ্রামে নতুন নয়। আমরা দেখি পাহাড়ি নারী ধর্ষণের ক্ষেত্রে মেডিকেল রিপোর্ট প্রকাশের ওপর গোপন নিষেধাজ্ঞা জারি রয়েছে, যার ফলে ধর্ষকরা শাস্তি না পেয়ে সহজে পার পেয়ে যায়। এই নিষেধাজ্ঞা সম্পূর্ণ আইনের পরিপন্থী, যাকে জাতিগত নিপীড়নের অংশ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে আমরা মনে করি।

তারা আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে কোন ধর্ষণের ঘটনা সংঘটিত হলে শাসকগোষ্ঠীর একটি অংশ বিষয়টি ধমাচাপা দিতে তৎপর হয়ে উঠে। তাদের এ তৎপর হওয়ার কারণ হচ্ছে ধর্ষকদের রক্ষা করা এবং পরবর্তীতে তাদেরকে আবার একই কাজে লেলিয়ে দেওয়া। ফলে পার্বত্য চট্টগ্রামে এ যাবত যতগুলো ধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে তার একটিরও আমরা সুষ্ঠু বিচার পাইনি।
বক্তারা অবিলম্বে পলাতক ধর্ষকদের গ্রেফতার করে বিচার ও শাস্তি প্রদানের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

মশাল মিছিলের সমাবেশ থেকে বক্তারা স্কুলছাত্রীকে ধর্ষণের প্রতিবাদে ও ধর্ষকদের গ্রেফতার-শাস্তির দাবিত ‘জুম্ম ছাত্র জনতা’র ব্যানারে ডাকা আগামীকাল ২৫ সেপ্টেম্বর ২০২৫ আধাবেলা সড়ক অবরোধ ও ক্লাশ বর্জন কর্মসূচির প্রতি সংহতি প্রদান করেন।
উল্লেখ্য, গতকাল ২৩ সেপ্টেম্বর (মঙ্গলবার) রাত আনুমানিক ৯ টার দিকে ৮ম শ্রেণিতে পড়ুয়া পাহাড়ি শিক্ষার্থী প্রাইভেট পড়া শেষ করে বাড়ি ফেরার পথে খাগড়াছড়ি পৌরসভার ১নং ওয়ার্ডের সিঙ্গিনালার নিজ গ্রামে তিন জন সেটলার বাঙালি কর্তৃক গণধর্ষণের শিকার হয়। পরে পরিবারের লোকজন ও গ্রামবাসীরা তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।