চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পিসিপি কর্মীদের উপর সন্তু লারমার সন্ত্রাসীদের হামলা, আহত ৬

0
চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম
 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্তু লারমার সন্ত্রাসীদের হামলায় বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর চবি শাখার আহ্বায়ক শিমন চাকমাসহ ৬ নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন। গতকাল শনিবার (১১ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার সময় এ হামলার ঘটনা ঘটে।
জানা যায়, পিসিপি’র নেতা-কর্মীরা আগামী ২০ মে সংগঠনের দুই যুগ পূর্তি উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পোস্টারিং করার সময় রাত আনুমানিক ১২.৩০ টার দিকে পুলিশ বক্সের সামনে সন্তু লারমার মদদপুষ্ট সন্ত্রাসীরা (যারা দুই নাম্বারী নামে পরিচিত) ছাত্রলীগ মস্তানদের সাথে নিয়ে লোহার রদ, কিরিচ দিয়ে পুলিশের উপস্থিতিতে পিসিপি কর্মীদের উপর  হামলা চালায়। 
 
সন্ত্রাসীদের হামলায় শিমন চাকমা, তরুণ চাকমা, রুবেল চাকমা, সুশান্ত চাকমা, জুপিটার চাকমা ও রিটন চাকমা গুরুতর আহত হন। আহতদের মধ্যে সিমন চাকমা, রুবেল চাকমা, তরুন চাকমা এবং সুশান্ত চাকমা মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হন। বাকী দুই জনও শরীরের বিভিন্ন জায়গায় আঘাপ্রাপ্ত হয়েছেন । তাদেরকে বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে তরুণ চাকমার অবস্থা আশঙ্কাজনক।সন্ত্রাসীরা যখন হামলা করছিলো তখন পুলিশ উপস্থিত থাকলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি, বরং তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে। হামলাকারী সন্তু লারমার সন্ত্রাসীরা সংখ্যায় ছিলো ১২ জনের মতো। এদের মধ্যে যাদের নাম জানা গেছে তারা হলো- অনিল মারমা, নিউসাই মারমা, চাইলাপ্রু মারমা, প্রশান্ত চাকমা, প্রতীম চাকমা, রিতেশ চাকমা, তুর্য্য তালুকদার, বিমল চাকমা, অরুন বিকাশ চাকমা ও ধন বিকাশ চাকমা।

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More