চট্টগ্রামে সন্তু গ্রুপ কর্তৃক এক নিরীহ ব্যক্তি অপহরণ ও মারধরের শিকার

0
চট্টগ্রাম প্রতিনিধি
সিএইচটিনিউজ.কম

চট্টগ্রামের বন্দর এলাকায় সন্তু গ্রুপ কর্তৃক প্রেম লাল চাকমা(২৮) নামে এক নিরীহ ব্যক্তিকে অপহরণের পর মারধর করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
জানা যায়,  গতকাল ৮ জুলাই রবিবার রাত ৮টার দিকে সিকো চাকমা, জীবন চাকমা ও বাবু চাকমার নেতৃত্বে সন্তু লারমা দলের লোকজন বন্দর থানার নিউ মুরিং-এ হামদুনিয়া বিল্ডিং থেকে প্রেম লাল চাকমাকে (বয়স ২৮) অপহরণ করে ব্যারিস্টার কলেজ এলাকায় আম্বিয়া ভবনে তাদের আস্তানায় নিয়ে যায়সেখানে তারা তার ওপর সারারাত নির্যাতন চালানোর পর আজ সোমবার সকালে ছেড়ে দেয়সন্ত্রাসীরা তার ও তার স্ত্রীর মোবাইল সেট এবং নগদ ২ হাজার টাকাও কেড়ে নেয়
গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম বন্দর থানা শাখার সভাপতি বিজয় চাকমা ও সাধারণ সম্পাদক টিটো চাকমা আজ ৯ জুলাই সোমবার এক যুক্ত বিবৃতিতে সন্তু লারমার লেলিয়ে দেয়া সন্ত্রাসী কর্তৃক সিইপিজেডে কর্মরত প্রেমলাল চাকমাকে অপহরণ ও মারধরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
যুব ফোরাম নেতারা জানান, প্রেম লাল চাকমা স্মার্ট জ্যাকেট নামে বন্দরস্থ একটি ফ্যাক্টরিতে কাজ করেনতার বাড়ি রাঙামাটি জেলার মারিশ্যা এলাকায়মারাত্মক আহত অবস্থায় তাকে মেডিক্যালে ভর্তি করা হয়েছে
তারা আরো বলেন, সন্তু লারমা দলের সদস্যরা বন্দর এলাকায় দীর্ঘ দিন ধরে সন্ত্রাস, খুন, নারী নির্যাতন, চাঁদাবাজি ও নিরীহ লোকজনের ওপর অত্যাচারসহ বিভিন্ন অপকর্ম করে যাচ্ছেগত বছর ২৩ এপ্রিল তারা লেনিন চাকমাসহ তিন জনকে অপহরণ করেপরে বাকিদের ছেড়ে দিলেও লেনিন চাকমাকে তারা গুম করেছে বলে ধারণা করা হয়প্রতিদিন তারা ব্যারিস্টার কলেজে তাদের আস্তানায় মদের আসর বসিয়ে সামাজিক পরিবেশ বিনষ্ট করছেপাহাড়ি ও বাঙালি যুবকদের মধ্যে তারা নেশা ছড়িয়ে দিচ্ছেইতিপূর্বে সচেতন যুব সমাজ নামে একটি সংগঠন তাদের সমাজ বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুললেও স্থানীয় প্রশাসনের অসহযোগিতার কারণে তাদের সাংগঠনিক কার্যক্রম পরে এক সময় থেমে যায়
যুব ফোরাম নেতৃদ্বয় অবিলম্বে বন্দর এলাকায় সন্তু লারমার লোকজন পরিচয় দিয়ে বিভিন্ন সন্ত্রাসী ও সমাজ বিরোধী কার্যকলাপে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ এবং প্রেম লাল চাকমার অপহরণকারীদের গ্রেফতারের জন্য প্রশাসনের কাছে দাবি জানান

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. AcceptRead More