পানছড়িতে বিজিবি কর্তৃক গরু জব্দ করার চেষ্টা, গ্রামবাসীদের প্রতিরোধ (ভিডিওসহ)
পানছড়ি প্রতিনিধি, সিএইচটি নিউজ
সোমবার, ৫ জুন ২০২৩

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ধুধুকছড়া সীমানা পাড়া নামক গ্রামে বিজিবি কর্তৃক গ্রামবাসীদের পালিত গরু জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে গ্রামবাসীরা ব্যাপক প্রতিরোধ করলে বিজিবি সদস্যরা গরু রেখে গিয়ে ক্যাম্পে চলে যেতে বাধ্য হয়।
আজ সোমবার (৫ জুন ২০২৩) সকালে এ ঘটনা ঘটে।
জানা যায়, বিজিবি’র ডাইন চন্দবাড়ী ক্যাম্প থেকে একদল বিজিবি সদস্য আজ ভোর সকালে পানছড়ি ধুধুকছড়া এলাকার ভারত সীমান্তবর্তী সীমানা পাড়া গ্রামে আসে। এ সময় তারা ‘ভারতীয় গরু’ বলে কয়েকজন গ্রামবাসীর পালিত গরু জব্দ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামের নারী-পুরুষসহ সকলে মিলে বিজিবি’র এমন অন্যায় কাজের প্রতিবাদ জানায় এবং প্রতিরোধ করে। তারা বিজিবি সদস্যদের ধাওয়া দেয়।
গ্রামবাসীদের ব্যাপক প্রতিরোধের মুখে পরে বিজিবি সদস্যরা গরুগুলো রেখে গাড়িতে উঠে সেখান থেকে ক্যাম্পে চলে যায়। ক্ষুব্ধ গ্রামবাসীরা বিজিবি’র গাড়িকেও আটকায় এবং ধাওয়া করে।
ভিডিওতে দেখুন সেখানে কি ঘটেছে।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।
সিএইচটি নিউজের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন