সাজেকে ইউপিডিএফের অফিসের তালা ভেঙে ঢুকার চেষ্টা সেনাবাহিনীর!

ইউপিডিএফ কার্যালয়, উজোবাজার, সাজেক।
সাজেক প্রতিনিধি, সিএইচটি নিউজ
বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের উজোবাজারে অবস্থিত ইউপিডিএফের অফিসে তালা ভেঙে ঢুকার চেষ্টা চালিয়েছে সেনাবাহিনী।
গতকাল বুধবার (৮ অক্টোবর ২০২৫) বিকালে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
উজোবাজারের দোকানদার ও প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো বুধবারও ইউপিডিএফের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অফিস খুলে। বিকাল ৪টায় অফিস বন্ধ করে তারা চলে যাওয়ার পর পরই বাঘাইহাট জোন (১৪ বেঙ্গল) থেকে ২টি পিকআপে করে সেনা সদস্যরা উজোবাজারে আসে। পরে তারা ইউপিডিএফের অফিসের দরজায় লাথি মেরে ও তালা ভেঙে ঢুকার চেষ্টা করে।
অপরদিকে, বিকাশের স্থানীয় এক এজেন্ট জানান, গতকাল সেনা সদস্যরা বাজারে এসে অপরাগতা সত্ত্বেও তাদের কয়েকজনকে ছবি তুলে নিয়ে যায়। এ সময় সেনারা তার কাছ থেকে কোথায় কোথায় বিকাশে টাকা পাঠায়, ইউপিডিএফের লোকজনকে টাকা পাঠায় কি-না জিজ্ঞাসা করে।
ইউপিডিএফের সাজেক ইউনিটের নেতৃবৃন্দ সেনা সদস্যদের ইউপিডিএফ অফিসের দরজা ও তালা ভেঙে ঢুকার চেষ্টার ঘটনাকে গণতান্ত্রিক অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
সিএইচটি নিউজে প্রকাশিত প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ,ভিডিও, কনটেন্ট ব্যবহার করতে হলে কপিরাইট আইন অনুসরণ করে ব্যবহার করুন।