ইউপিডিএফ’র প্রতিষ্ঠাবার্ষিকীতে রাঙামাটির বিভিন্ন স্থানে পোস্টারিং, ফেস্টুন, পতাকা উত্তোলন

0
212

রাঙামাটি : ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটির কুদুকছড়ি, সাপছড়ি, কাউখালী ও নান্যাচরের বিভিন্ন স্থানে পোস্টারিং, ফেস্টুন টাঙানো হয়। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকীর দিন (২৬ ডিসেম্বর) কুদুকছড়ি এলাকায় ইউপিডিএফ’র পতাকা উত্তোলন করা হয়।

 

 

 

 

 

 

 

 

 

 

 

নান্যাচর এলাকায় পোস্টারিং-ফেস্টুন:

 


এদিকে, ২৬ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টার মধ্যে  কুদুকছড়ি এলাকা এবং মৌনতলা বাদে বিভিন্ন স্থানে উত্তোলিত ইউপিডিএফ-এর পতাকা সেনাবাহিনী তুলে নিয়ে যায়।  প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে সেনাবাহিনী ও পুলিশ কুদুকছড়িসহ বিভিন্ন এলাকায় টহল জোরদার করে এবং বিভিন্ন স্থানে অবস্থান নিতে দেখা যায়।

————-
সিএইচটিনিউজ.কম’র প্রচারিত কোন সংবাদ, তথ্য, ছবি ব্যবহারের প্রয়োজন দেখা দিলে যথাযথ সূত্র উল্লেখপূর্বক ব্যবহার করুন।

Print Friendly, PDF & Email

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.